
মহোৎসব চলছে নিত্যপণ্যের বাজারে আজ তেলের দাম, তো কাল চালের। শাক-সবজি থেকে মাছ-মাংস। এ যেন দাম বাড়ার এক মহোৎসব চলছে নিত্যপণ্যের বাজারে। শেষ কবে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনেছে তা মনে নেই রাজধানীবাসীর।মাস কিংবা সপ্তাহ নয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন নেমেছে দিন ব্যবধানে। তাইতো দিশেহারা সাধারণ মানুষ।প্রতি বছর শীত মৌসুমে সবজির দাম থাকে হাতের নাগালে তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন।
হরেক রকম সবজিতে বাজার ভরপুর থাকলেও কেজি প্রতি গুনতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা।তেল, চাল ও ডালের সঙ্গে ঊর্ধ্বমুখী পেঁয়াজেরও বাজার। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে অন্তত ৮ টাকা।সরবারহ ঘাটতির অযুহাতে সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে মুরগি ও গরুর মাংসের।সরবরাহ সংকটের অজুহাতে ব্যবসায়ীরা পাল্লা দিয়ে বাড়িয়ে চলছে প্রতিটি পণ্যের দাম। এতে আয়-ব্যয়ের ভারসাম্য মেলানোই দায় স্বল্প আয়ের মানুষের জন্য।এদিকে রমজানের আগেই নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভোক্তা সাধারণের।