
রাশিয়ায় নতুন মার্কিন নিষেধাজ্ঞা-পুতিনের উপরেও নিষেধাজ্ঞা-আসছে রাশিয়া একযোগে স্থলপথ, আকাশ এবং সমুদ্রপথে ইউক্রেইনে হামলা শুরু করায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মস্কোর উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘আক্রমণকারী’ আখ্যা দিয়ে বাইডেন বলেছেন, তিনি যুদ্ধ বেছে নিয়েছেন। তাই তার দেশের মতো তাকেও নিষেধাজ্ঞার ভোগান্তি পোহাতে হবে।
ইউক্রেইনে হামলার জন্য রাশিয়া বিশ্বের দেশগুলোর কাছ থেকে নিন্দার ঝড়ে পড়াসহ যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর কাছ থেকে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞার শাস্তির সম্মুখীন হচ্ছে।বাইডেন বৃহস্পতিবার রাশিয়ার কয়েকটি খাতকে নিশানা করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন, যার তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী চড়া মূল্য দিতে হবে রাশিয়ার অর্থনীতিকে।
নতুন এইসব নিষেধাজ্ঞার আওতায় আছে প্রযুক্তি খাতে রপ্তানি বন্ধ করা, সামরিক এবং মহাকাশ খাতে রাশিয়ার অগ্রগতির রাশ টেনে ধরা।এছাড়া- ডলার, ইউরো, পাউন্ড, ইয়েনে রাশিয়ার ব্যবসা সীমিত করা এবং রাশিয়ার বিভিন্ন ব্যাংক ও দুর্নীতিগ্রস্ত ধনকুবরসহ তাদের পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা।
আর কেবল রাশিয়াই নয়, বেলারুশের ব্যক্তিবর্গের ওপরও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এর মধ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রীও আছেন বলে জানিয়েছে সিএনএন। রাশিয়ার হামলায় সহযোগিতা করায় বেলারুশের ভূমিকার কারণে তারাও এই সাজা পাচ্ছে।বাইডেন এর আগে বৃহস্পতিবার দিনের শুরুর দিকেই রাশিয়ার বিরুদ্ধে নতুন গুরুতর পদক্ষেপ নেওয়ার বিষয়টি আলোচনা করতে জি-৭ এর মিত্র দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। জি-৭ নেতারা একযোগে ডলার, ইউরো, পাউন্ড, ইয়েনে রাশিয়ার ব্যবসা সীমিত করতে একমত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ইউক্রেইনে রাশিয়ার হামলাকে ‘পরিকল্পিত যুদ্ধ’ আখ্যা দিয়েছেন বাইডেন। বুধবার দিনশেষে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিনি কথা বলেছেন। বৃহস্পতিবার বাইডেন ইউক্রেইন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সভা আহ্বান করেন।প্রেসিডেন্ট পুতিন এ সপ্তাহের শুরুতে পূর্ব ইউক্রেইনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে ‘স্বাধীন’ ঘোষণা দিয়ে সেখানে সেনা পাঠানোর পর এরই মধ্যে রাশিয়ার ওপর একদফা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।