
আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি হয় আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে এ মন্তব্য করেন তিনি।দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ১২ দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচীর শেষে দিন মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে তাঁতি দল।ওই বিক্ষোভ
সমোবেশে যোগ দিয়ে তিনি আরো বলেন, মানুষের কষ্ট নিয়ে মন্ত্রী-এমপিরা তামাশা করছে। হাজার কোটি টাকার মালিক শ্রেণীর সঙ্গে শ্রমিকের আয়ের তুলনা করে সাধারণ মানুষকে সরকার বোকা বানাচ্ছে বলে জানান তিনি।একইসঙ্গে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের দুর্দশা দেখতে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব।