
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১৭ ই মার্চ বিকেল ৩টায় দোস্ত বিল্লিং চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি স্বপন বিশ্বাস, ও আখতার হোসেনের সঞ্চালনায়,
সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাস্কর টিকে দাস মামুন।সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, আজ থেকে ১০০ বছর আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ নামক দেশটি পেতাম না। বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলে সাধারণ মানুষ শান্তিতে বাংলাদেশ থাকতে পারছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তুহারা বস্তিবাসীদের জন্য যে প্রকল্প হাতে নিয়েছে মুজিব বর্ষ উপলক্ষে তা বাস্তবায়ন করে দেখিয়েছে।
ঢাকা মহানগরীর নেয় চট্টগ্রামেও বস্তিবাসীদের ফ্ল্যাট প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে।প্রধান অতিথির বক্তব্যে ভাস্কর টিকে দাস মামুন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ছাত্রজীবন থেকেই কাজ করে গেছে, বঙ্গবন্ধু স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ হাতে নিয়েছে তা হল মুজিব বর্ষের অঙ্গীকার গৃহহীন থাকবে না কোন পরিবার। তাই সাধারণ মানুষকে জননেত্রীর হাতকে শক্তিশালী করে গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে।
তিনি আরো বলেন হাবিবুর রহমান হাবিব চট্টগ্রামের মানুষের জন্য দিনরাত যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তার ঋণ আমরা কখনো শোধ করতে পারব না, হাবিবুর রহমান হাবিব বাস্তহারা বস্তিবাসীদের পাশে দাঁড়িয়েছেন সবসময় তাই আমাদেরও তার পাশে দাঁড়ানো উচিত।আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাকলিয়া বাস্তুহারা সমবায় সমিতির সাবেক সভাপতি মো: জসীম উদ্দিন, পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিকলীগের সভাপতি কাঞ্চন দাশ, জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি কামাল উদ্দীন, বাংলাদেশ অটোটেম্পু- অটোরিকশা শ্রমিকলীগ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন,
বাংলাদেশ অটোটেম্পু- অটোরিকশা শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ওসমান গণি, পৌর জহুর মার্কেট দোকান কর্মচারী সমিতির সিনিয়র সহ সভাপতি আশীষ কুমার চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ কর্মচারীলীগের সহ- সভাপতি গোলাম আকবর, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া,বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগ চট্টগ্রাম জেলার সভাপতি জাবেদুল আলম, বায়েজিদ থানা শ্রমিকলীগের সভাপতি কামাল উদ্দীন, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কলিম শেখ, বাকলিয়া থানা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, চান্দগাঁও থানা শ্রমিকলীগের সভাপতি রুহুল আমীন, বজল আহমদ, তাহেরা বেগম, ডলি রানী শীল, জাকেয়া বেগম, কাবুন্নেছা, কোহিনূর আক্তার, রোকেয়া বেগম, আয়েশা খাতুন, কাট্টলী ইউসুফ, ইউসুফ মোল্লা, যীশু এবং মাস্টার অসীম প্রমুখ।