
লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ৬ দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক রুটে। একের পর এক দুর্ঘটনা লেগেই আছে সড়কটিতে। এক সপ্তাহে ছোট বড় তিনটি দুর্ঘটনা ঘটেছে এই পথে। সবশেষ শুক্রবার সকালে মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে গাছের ধাক্কায় আহত হয়েছেন ৬ যাত্রী। আহত ব্যক্তিদের মধ্যে বাসচালক ও তাঁর সহকারী আছেন। বাকিরা যাত্রী। প্রাথমিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী সোহাগ পরিবহনের একটি এসি বাস আজ সকাল আটটার দিকে লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসটির চালক, সহকারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন।
তাই আহত ব্যক্তিদের নাম-ঠিকানা তাৎক্ষণিক সংগ্রহ করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কবলিত বাসটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এর আগে গত সোমবার ভোরে লোহাগাড়ার আধুনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পাঁচ বন্ধু নিহত হন। এরও আগে মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী বাস ও পিকিনকের বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন। একইদিন চুনতি হাজিরাস্তার মাথায় টিকা দিয়ে বাড়ি ফেরার পথে ছেলের চলন্ত মোটরসাইকেলে শাড়ির আঁচল পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়।