
মুক্তিযোদ্ধাকে খুন করে লুকিয়ে ছিল চট্টগ্রামে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা হাজী মুহাম্মদ শহীদুল্লাহ হত্যা মামলার অন্যতম আসামি মিশেলকে (২৮) চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা থেকে আটক করেছে র্যাব-৭। বুধবার (২৩ মার্চ) বিকাল ৪টায় জোরারগঞ্জ থানার বিএসআরএম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক মিশাল ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানার উত্তর মালিভিটা গ্রামের হাসান আলীর ছেলে।
র্যাব জানায়, নিহত বীর মুক্তিযুদ্ধা শহীদুল্লাহর সঙ্গে ডিস লাইনের বিল নিয়ে মিশেলের বিরোধ ছিল। সে দীর্ঘদিন ধরে শহীদুল্লাহ এবং তার ভাগিনা ও নাতীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে আসছিল। গত বছরের ১৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টায় শহীদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জ থানার স্বদেশ হাসপাতালে তাঁর এক অসুস্থ আত্মীয়কে দেখতে যান।
হাসপাতালের ৩য় তলায় পৌছলে আসামিরা সেখানে এসে শহীদুল্লাহ এবং তার ভাগিনা ও নাতিদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং দেশিয় ধারালো অস্ত্র দিয়ে তাদের আক্রমণ করে। ওই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ২০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরে তাঁর স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ঘটনার পর থেকে মিশেল গা ঢাকা দেয়। পরে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে জোরারগঞ্জ থানার বিএসআরএম ফ্যাক্টরিতে আত্মগোপন করে আছে। সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।