
ধনী-গরিব বলে কোনো বিশেষ শ্রেণির আলাদা মর্যাদা নেই। বরং যারা গরিব ও সুবিধাবি ত দেশ ও সমাজে তাদেরই বেশি মর্যাদা পাওয়া উচিত। গরিবদের শ্রমে-ঘামে দেশ টিকে আছে। তাদের কারণে অর্থনীতি সচল থাকছে। তাই দরিদ্রদেরকে পেছনে ঠেলে দেয়ার সুযোগ নেই। বক্তারা বিত্তবানদেরকে গরিব দুস্থ মানুষের জীবনযাত্রার উন্নয়নে দুই হস্তকে প্রসারিত করার আহ্বান জানান ।
১১ এপ্রিল বিকেলে আর.এস ফ্যামিলির ব্যবস্থাপনায় এবং রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহ-প্রচার সম্পাদক এস এম ইকবাল বাহারের সার্বিক সহযোগিতায় নগরীর বায়েজীদ থানা রোডস্থ কুঞ্জছায়া আবাসিক তাহের ম্যানসনে মাহে রমজান শীর্ষক অলোচনা সভা, ইফতার এবং নাতে মোস্তফা (দ.) মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
বিশিষ্ট ব্যবসায়ী এস এম আবু তাহের এর সভাপতিত্বে এবং সংগঠক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের সাংগঠনিক সচিব লেখক ও গবেষক ড. মাসুম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কাউছার হামিদ।উদ্বোধক ছিলেন গহিরা এফ.কে জামেউল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুফাস্সির আল্লামা কাজী মুহাম্মদ ইউনুচ রেজভী (মু.জি.আ)।
উপস্থিত ছিলেন মুহাম্মদ বাচ্চু, মুহাম্মদ আবুল হাসান, মুহাম্মদ জাকারিয়া, মুহাম্মদ মঈনুদ্দীন, মুহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী, মুহাম্মদ নুরুল হায়দার, মুহাম্মদ মামুনুর রশিদ, মুহাম্মদ ফরিদুল আলম, মাওলানা নাজিম উদ্দিন নূরী, হাফেজ আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন তানভীর, মুহাম্মদ সরওয়ার উদ্দিন, মুহাম্মদ আমান উল্লাহ, মুহাম্মদ সাইফ, মুহাম্মদ নূর উন-নঈম রিমন, মুহাম্মদ মাসুদ অর-রশিদ, মুহাম্মদ সাঈদ, মুহাম্মদ তাসিন, হাফেজ আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী, মুহাম্মদ আতাউল বাহার মনি, মাহমুদ রেযা, মুহাম্মদ আহসান হাবীব, মুহাম্মদ মিনহাজ নূরী, মুহাম্মদ ফারুক প্রমুখ।