
যৌতুকবিহীন বিবাহকে উৎসাহিত করতে রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড গঠন করা, যৌতুকবিহীন বিবাহে আগ্রহী ছেলেদের সরকারি ব্যাংক হতে বিনা সুদে ৫ বছর মেয়াদের জন্য ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা ঋণ প্রদানের ব্যবস্থা করা, বরের সামর্থ অনুযায়ী মোহরানা নির্ধারণ এবং মোহরানা নগদ পরিশোধের ব্যবস্থা নিশ্চিত করা, দেশের গণমাধ্যম তথা সামাজিক যোগাযোগ মাধ্যম, রেডিও, টেলিভিশন, সংবাদপত্রের মাধ্যমে যৌতুক ও মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করা, দেশের সকল মসজিদের ইমাম ও খতীব সাহেবানদের মাধ্যমে কুরআন সুন্নাহর আলোকে যৌতুক, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রথা বন্ধে মুসল্লিদের উদ্বুদ্ধ করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া,
যৌতুকবিহীন বিবাহ সম্পাদনকারী ছেলে-মেয়েদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি চাকরির সুযোগ প্রদান করা, কর্মস্থলে নারীদের নিরাপত্তা এবং ধর্মীয় কার্যাদি সম্পাদনের ব্যবস্থা গ্রহণ করা, শিশু নির্যাতন ও শিশু শ্রম বন্ধ করার আরো কঠোর পদক্ষেপ নেওয়া, বাল্য বিবাহ বন্ধে সরকার কর্তৃক প্রণিত আইন বাস্তবায়নে প্রশাসনিক নজরদারী বাড়ানো সহ ১৫টি দাবি ও প্রস্তাবনা জানিয়ে ১২ এপ্রিল মঙ্গলবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেন রজভীয়া নূরীয়া কমিটি সংযুক্ত আরব অমিরাত শাখা। এসময় রাষ্ট্রদূত বলেন, যৌতুক দেয়াÑনেয়া দুটোই সমান অপরাধ।
যৌতুক ও মাদককে ঘৃণা করতে হবে। বহুমুখী পদক্ষেপ নিয়ে বর্তমান সরকার বাল্য বিয়ের লাগাম টেনে ধরতে পেরেছে। ইনশাআল্লাহ অচিরেই দেশ যৌতুক ও মাদক থেকে অভিশাপমুক্ত হবে। যৌতুক ও মাদকবিরোধী আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে ইনসাফভিত্তিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের বড় লক্ষ্য। তিনি পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরীর নেতৃত্বে চট্টগ্রাম থেকে সূচিত যৌতুক ও মাদকবিরোধী আন্দোলনের জন্য আল্লামা নূরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় উপস্থিত ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরী (মু.জি.আ)।
তিনি বলেন, দেশ ও সমাজে যৌতুকের মতো একটি জঘন্য ব্যাধি ভয়ংকর রূপ নেবে, আর আমরা আলেম সমাজ তা চেয়ে চেয়ে দেখবো তা কখনো হতে পারে না। যৌতুক-মাদকসহ সকল প্রকার সামাজিক ব্যাধি থেকে নিষ্কৃতির জন্য আলেম, ইমাম ও পীর মাশায়েখকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। না হয় আল্লাহর আদালতে আমরা কী জবাব দেবো? তিনি যৌতুক, মাদক, নারী ও শিশু নিপীড়ন থামাতে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ সহ ১৫ টি দাবি ও প্রস্তাবনা বিবেচনার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।
আল্লামা নূরীর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রজভীয়া নূরীয়া কমিটি সংযুক্ত আরব অমিরাত শাখার আহবায়ক আলহাজ্ব ওসমান তালুকদার, হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, সংগঠনের সদস্য সচিব আরিফুল ইসলাম চৌধুরী আজম, ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব ইউনুস শিকদার, সাংবাদিক আজিমুল গণি, আব্দুল মান্নান, জাহেদুল হক শিবলু, ব্যবসায়ী রবিউল হোসেন,ফজলুল হাদী মারজান সহ সংগঠনের নেতৃবৃন্দ।