বাচ্চা আমার-কিন্তু ওর সঙ্গে আমার বিয়ে হয়নি:শাকিব খান দেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান এবং অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলের জন্মদিন পালন করা হয় কিছুদিন আগে। তবে ছেলে আব্রাহাম খান জয়কে মেনে নিলেও স্ত্রী হিসেবে কখনও মেনে নেননি ঢাকাইয়া সিনেমার সুপারস্টার। সম্প্রতি পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় একটি দেশীয় গণমাধ্যমকে এই কথা জানান শাকিব খান।

বাচ্চা আমার-কিন্তু ওর সঙ্গে আমার বিয়ে হয়নি:শাকিব খান এ সময় তিনি বলেন, অপুর মিডিয়ায় সরাসরি সাক্ষাৎকারে এসে ‘এসব’ কথা বলা আসলে ষড়যন্ত্রের অংশ। অপু যদি স্ত্রীর মর্যাদা চাইতেন, তাহলে এভাবে এসে কথা বলতেন না। শাকিব বলেন, ‘সে যদি আমার ওয়াইফ হতো, তাহলে সে কি আমার কথা ছাড়া কোথাও যাবে? আরে ওর সঙ্গে তো আমার বিয়েই হয়নি!’