২ বছর আগেই-ছেলের-মা হন বুবলী বাবা শাকিব শোবিজ অঙ্গনে ক’দিন ধরে চিত্রনায়িকা বুবলী ও তার সন্তানকে কেন্দ্র করে নানা ধরনের সংবাদ প্রকাশ হচ্ছে। গত মঙ্গলবার বুবলীর বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসার পর শোবিজ অঙ্গন থাকা গুঞ্জনগুলো যেন সত্যি হয়ে সামনে আসছে। সিনেমাপাড়ায় গুঞ্জন আছে, কন্যা সন্তানের মা হয়েছেন এই চিত্রনায়িকা। আর সেটি হয়েছে বছর কয়েক আগে।
২ বছর আগেই-ছেলের-মা হন বুবলী বাবা শাকিব আর সেসময়ের বেবি বাম্পের ছবি এতোদিন পর সামনে এনেছেন বুবলী। তবে বুবলীর একাধিক ঘনিষ্ঠসূত্র জানিয়েছেন, মেয়ে নয় ছেলের মা হয়েছেন বুবলী। আর তার সন্তানের পিতা ঢালিউডের সুপারস্টার শাকিব খান। ছেলের নাম শেহজাদ খান। বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খানের জন্ম হয়েছে।