উত্তরাঞ্চলের শীতার্তদের মাঝে-উৎসাহ’এর শীতবস্ত্র বিতরণ “আসুন সেবার হাত বাড়িয়ে দুঃখ দিই তাড়িয়ে” এই স্লোগানকে বুকে ধারণ করে ২০১৬ সাল থেকে বিভিন্ন ধরণের সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে উৎসাহ সামাজিক সংগঠন।তারই ধারাবাহিকতায়, “আপনাদের একটু সহযোগিতায়, ওদের রাত কাটবে উষ্ণতায়” এই স্লোগান এর আদলে ৭ম বারের মত সূদুর চট্টগ্রাম থেকে গিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণ করেছেন উৎসাহ সামাজিক সংগঠন।

১ম পর্যায়ে গত ১৪/০১/২০২৩ খ্রিঃ তারিখে রংপুরস্থ গঙ্গাচড়া উপজেলার মহিপুর, এসকেএস বাজার, সেরাজুল মার্কেট, শান্তিপুর, কাশিয়াবাড়ি, রুদ্রেশ্বর, লক্ষীটারী ইউনিয়ন সহ আশেপাশের বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করেন।২য় পর্যায়ে একই দিনে লালমনিরহাট জেলার কাকিনা উপজেলায় এবং ১৫/০১/২০২৩ খ্রিঃ তারিখে ৩য় পর্যায়ে দিনাজপুরস্থ সেতাবগঞ্জ উপজেলার বোঁচাগঞ্জ, আনোড়া সহ আশে পাশের এলাকায় কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হাবিবুর রহমান হাবু, ইউপি মেম্বার জনাব মাসুদ রেজা, জনাব আবুল কাশেম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরবর্তীতে চতুর্থ পর্যায়ে দিনাজপুরস্থ বিরল উপজেলার বনগাঁও এলাকা সহ ধর্মজইন মাদ্রাসায় কম্বল বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরণের প্রতিটি পর্যায়ে উপস্থিত ছিলেন উৎসাহ সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক মোহাম্মদ ইসরাফিল, মোঃ সাদ্দাম হোসেন (নিহাল), সৈয়দ মাসুদুর রহমান, ওমর সানি শুভ, দিনাজপুর টিমের মিজানুর রহমান মিজু, আনারুল ইসলাম, হারুনুর রশিদ,সাকিব মিফতাহ প্রমুখ।