
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা এক বাক প্রতিবন্ধি স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে।ধর্ষনের ফলে ওই স্কুল ছাএী অন্তঃসত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে।গোপালপুর থানায় আজ মঙ্গলবার এ জন্য মামলা দায়ের হয়েছে।
গোপালপুর থানা পুলিশ জানায়,গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের এনামুল হকের বুদ্ধি প্রতিবন্ধি কন্যা (১৪) আনিকা আক্তার যুথি ঝাওয়াইল বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীর ছাএী। স্কুলে যাতায়াতের পথে একই গ্রামের ইব্রাহিম শেখের পুত্র আবুবকর সিদ্দীক বিভিন্ন সময় ফুসলিয়ে যুথিকে একাধিকবার ধর্ষন করে। বাক প্রতিদ্বন্ধি হওয়ায় যুথি বাড়িতে এসে পরিবারের কাছে সব খুলে বলতে পারেনি। কয়েক মাস পর যুথির মধ্যে শারিরীক পরিবর্তন দেখা দিলে বিষয়টি খোলাসা হয়। এমতাবস্থায় গ্রাম্য সালিশে বিয়ের প্রস্তাব দিলে আসামী আবুবকর ভিক্টিম যুথি, তার বাবামাকে মারধোর করে এবং ভয় দেখায়।
আসামী পলাতক আছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় গোপালপুর থানা পুলিশ।