মোঃ জুয়েল রানা(চাঁদপুর)প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় ৩জন আহত হয়েছে।
৩ ডিসেম্ভর (মঙ্গলবার) উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গহীর মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কচুয়া থেকে নসিমনে করে গবাদি পশু (গরু) নিয়ে বাড়িতে আসার সময় ভূইয়ারা গহীর মিয়ার বাড়ি সংলগ্ন ব্রীজের উপরে আসলে নসিমনের ড্রাইভার নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। ফলে নসিমনটি উল্টে সুন্দরী খালের নিচে পড়ে যায়। এতে উপজেলার ভূঁইয়ারা গ্রামের নসিমন ড্রাইভার কালাম মিয়া(৩২), দহুলিয়া গ্রামের গিয়াস উদ্দীন(৫০) সহ তেগুরিয়া গ্রামের একজন পান বিক্রেতা এবং একটি গবাদি পশু (গরু) নসিমনের নিচে অাহত অবস্থায় চাপা পরে থাকে। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গিয়াস উদ্দীনকে স্থানীয় ক্লিনিকে ভর্তী করা হয় এবং বাকি ২জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়