
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার সকালে এক বিদেশি যাত্রীর ব্যাগেজ থেকে প্রায় চার কেজি কোকেন জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিমানবন্দর নিরাপত্তাসহ কয়েকটি সংস্থার যৌথ নজরদারিতে এই কোকেন জব্দ করা হয়েছে।
আটক বিদেশি যাত্রীর নাম স্ট্যাটিয়া শানতাই রোলের। তিনি বাহামার নাগরিক।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ওই যাত্রী ব্রাজিলের সাও পাওলো থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে গত শনিবার চট্টগ্রাম আসেন। বিমানবন্দরের সব কার্যক্রম শেষ করে তিনি চট্টগ্রামে প্রবেশও করেন।
এরপর আজ আবার তিনি বিমানবন্দরে আসেন তাঁর লাগেজ নিতে। তবে আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে তাঁকে নজরদারিতে রাখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন। নজরদারিতে থাকা ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৩ কেজি ৯০০ গ্রাম ওজনের কোকেন জব্দ করা হয়।
এ অভিযানে নেতৃত্বে দিয়েছেন ঢাকা থেকে আসা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। জানতে চাইলে দলের অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান প্রথম আলোকে জানান, কোকেন জব্দ হয়েছে। যাত্রী ছাড়াও এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।