
পৃথিবীর ৩টি সেরা বিড়িখোর দেশ! পৃথিবীতে কম বেশি সকল দেশের মানুষেরই ধূমপানের নেশা রয়েছে কোন দেশে কম আর কোন দেশে বেশি, আজ আমরা আলোচনা করব পৃথিবীর সেরা তিনটি বিড়িখোর দেশকে নিয়ে!
বিড়িখোরের তালিকায় বিশ্বের তিন নম্বর স্থানে রয়েছে কিরিবাতি, কিরিবাতি মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত কমনওয়েলথ অভ নেশনস-এর অন্তর্ভুক্ত স্বাধীন প্রজাতান্ত্রিক দ্বীপরাষ্ট্র। এটি মাইক্রোনেশিয়ার অংশ এবং হাওয়াই দ্বীপপুঞ্জের প্রায় ৪০০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এদেশের মানুষ এতই বিড়ি খায় যে সে দেশের নাম বিশ্বের তিন নম্বর বিড়িখোর দেশ হিসেবে স্থান পেয়েছে,কিরিবাতির মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ বিড়ি খায়!
বিশ্বের বিড়িখোরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমার,মিয়ানমার, যার দাফতরিক নাম মায়ানমার সংঘ প্রজাতন্ত্র এবং যা ব্রহ্মদেশ, বর্মা বা বার্মা নামেও পরিচিত, দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ। এটি দক্ষিণ-পূর্ব এশীয় মূলভূখণ্ডের বৃহত্তম দেশ এবং ২০২২ সালের হিসাব অনুযায়ী মিয়ানমারের জনসংখ্যা ৫ কোটি ৫৮ লক্ষ। এদেশের জনসংখ্যার মোট ৪৪ শতাংশ মানুষ বিড়ি খায়!
পৃথিবীর ৩টি সেরা বিড়িখোর দেশ! পৃথিবীর বিড়িখোরের তালিকায় এক নম্বরে থাকা দেশটি হলো নাউরু, নাউরু প্রজাতন্ত্র হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত একটি অতিক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। এর নিকটতম দ্বীপ হল কিরিবাতির বানাবা দ্বীপ, যা এর ৩০০ মাইল পূর্বে অবস্থিত। নাউরুর জনসংখ্যা ১১ হাজার ৯৪৭ জন। দেশটির মোট জনসংখ্যার ৪৮ শতাংশ মানুষ, যা মোট জনসংখ্যার অর্ধেক মানুষেই বিড়ি খায়!