
বিশ্বের সবচেয়ে প্রচলিত সরকারি ভাষা কোনটি?
প্রত্যেক মানুষ কোনো না কোনো ভাষায় কথায় বলে। পৃথিবীতে বর্তমানে ৮০০ কোটির বেশি মানুষের বাস এ পৃথিবীতে, এই বিপুল পরিমাণ মানুষ বাস করে ১৯৫টি দেশে। বিশ্বের শীর্ষ ভাষাবিশেষজ্ঞদের মতে, পৃথিবীতে বর্তমানে প্রায় ৭ হাজার ১৩৯টি ভাষা রয়েছে। আর বিশ্বব্যাপী ঐতিহাসিক ভাষার সংখ্যা প্রায় ৩১ হাজারেও বেশি।
২০২২ সালে সোয়াপ ল্যাঙ্গুয়েজের এক প্রতিবেদনে দেখানো হয়েছিল, পৃথিবীতে সরকারিভাবে পরিচিত ভাষা ৭ হাজার ১৩৯টি। এর মধ্যে কোনো উপভাষা বা আঞ্চলিক ভাষা স্থান পায়নি। তবে প্রতিনিয়ত আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন ভাষা। পাশাপাশি অনেক পুরোনো ভাষা হারিয়েও যাচ্ছে। ফলে মোট ভাষার সংখ্যার যেকোনো সময় পরিবর্তন হতে পারে।
তবে আমরা আজকে আলোচনা করব পৃথিবীতে সবচেয়ে বেশি সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয় এমন তিনটি ভাষা নিয়ে, তালিকার তিন নম্বর স্থান রয়েছে আরবি ভাষা যা পৃথিবীর ২৩ টি দেশের সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স ভাষা এই ভাষা পৃথিবীর ২৯ টি দেশে সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয়।
প্রথম স্থানে রয়েছে ইংরেজি ভাষা যা পৃথিবীর ৬০ টি দেশের সরকারি ভাষা হিসাবে ব্যবহৃত হয়। বিশ্বের সবচেয়ে প্রচলিত সরকারি ভাষা কোনটি?
তবে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা পৃথিবীর ৭ নম্বর স্থানে রয়েছে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা ভাষা, এটি দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান ভাষা। মাতৃভাষীর সংখ্যায় বাংলা ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের পঞ্চম ও মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বাংলা বিশ্বের ৭ম বৃহত্তম ভাষা।