
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালপুর-ভূঞাপুর (টাঙ্গাইল-২) এর মহাজোটের/আওয়ামীলীগে প্রার্থী তানভীর হাসান ছোট মনিরের নৌকা প্রতিককে বিজয়ী করতে নির্বাচনী গণসংযোগ,মিছিল ও পথসভা করেছেন উপজেলা জাতীয়পার্টির নেতা-কর্মীরা।আগামী ৩০ ডিসেম্ভর সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে তারা এ গণসংযোগ ও পথসভা করেন। মহাজোট/আওয়ামীলীগ প্রার্থী তানভীর হাসান ছোট মনিরের প্রতি সমর্থন দিয়ে কেন্দ্রীয় জাতীয়পার্টি নির্দেশে ভূঞাপুর উপজেলা জাতীয়পার্টি এ পথ সভার আয়োজন করে।ভূঞাপুর উপজেলা জাতীয়পার্টির সভাপতি সামছুল হক তালুকদার ছানুর নেতৃত্বে প্রথমে একটি বিশাল মিছিল বের করে, ভূঞাপুর উপজেলা শহরে বাজার হয়ে বাসস্টেন্ড এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত মতাবেগ জাতীয়পার্টির নেতারা শেখ হাসিনার নির্দেশে মহাজোটের প্রার্থী তানভীর হাসান ছোট মনিরের পক্ষে নৌকা মার্কার জন্য মাঠে কাজ করবেন। তারই ধারাবাহিকতায় আজ রবিবার তারা মহাজোটের প্রার্থীর পক্ষে গনসংযোগ করেন।
এরিমধ্যে রাতদিনভর উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও বিভিন্ন স্থানে গনসংযোগ করেতেছেন।তারা স্থানীয় ভোটারদের কাছে নৌকা প্রতিকে ভোট চেয়ে লিফলেট বিতরন ব্যস্ত সময় পারকরছেন।
পথসভা, মিছিল ও গনসংযোগে যারা উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন,ভূঞাপুর উপজেলা জাতীয়পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শামসুল হক তালুকদার ছানু,ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও ভূঞাপুর পৌরসভার চ্যেয়ারম্যান মাসুদুল হক মাসুদ,ভূঞাপুর উপজেলার ভাইস চ্যেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল,অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়্যূব মোল্লা,ভূঞাপুর পৌরসভার সাবেক কমিশনার আজহার।
আরো উপস্থিত ছিলেন,ভূঞাপুর উপজেলার সাধারণ জনগন সহ জাতীয়পার্টি, আওয়ামীলীগ,যুবলীগ ও ছাএলীগের নেতাকর্মীরা।
পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও ভূঞাপুর উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামসুল হক তালুকদার ছানু বলেন, মহাজোট মনোনীত প্রার্থীর পক্ষে সাধারন মানুষ ও জাতীয়পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে নৌকা প্রতিকের পক্ষে স্বতস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে।আওয়ামীলীগ তথা মহাজোট সরকার গত দশ বছরে সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। তাই দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে মহাজোটের পার্থী তানভীর হাসান ছোট মনিরকে বিজয়ী করার জন্য মাঠে নেমেছেন।ইনসাআল্লাহ্ মহাজোটের বিজয় হবে।