
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকঘর চালু করা হয়। ডাক বিভাগের মহাপরিচালক জনাব সুশান্ত কুমার মন্ডল এ ডাকঘর উদ্বোধন করেন। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, ট্রেজারার জনাব এস. এম এহসান কবীর ও এডিশনাল পোস্ট মাস্টার জেনারেল মো: সালেহ
আহমেদ।(১ লা এপ্রিল-সোমবার)সকাল ১০ টায় উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিরবক্ত্যব্যেমাননীয়উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন-আজ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এক নবদিগন্তের সূচনা করে। এই ডাকঘর স্থাপনের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের কার্যক্রমের গতি নতুনভাবে সঞ্চারিত হল। এর গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন-যে কোন ঠিকানার
ক্ষেত্রে পোস্টাল কোড অত্যন্ত গুরুত্ব বহন করে, এটি ছাড়া একটি ঠিকানা পরিপূর্ণ হয় না। ডাকাঘর সেবার মাধ্যমে পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে অতি দ্রুত সময়ে পৌছানো সম্ভব , ফলে পরীক্ষার ফলাফল আরো দ্রুত প্রকাশ করা সম্ভব হবে। তিনি আরো বলেন যোগাযোগের ক্ষেত্রে এখন ইমেইল-ইন্টারনেটের ব্যাপক ব্যবহার বাড়লেও পোস্টাল এর জনপ্রিয়তা
কমেনি বরং চিঠিপত্র আদান-প্রদানে ক্ষেত্রে এর গ্রহণযোগ্যতা আরো বেড়েছে। এদিকে ডাক বিভাগের মহাপরিচালক জনাব সুশান্ত কুমার মন্ডল বলেন- গ্রামের প্রান্তিক মানুষের কাছে সহজে সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে ডাক বিভাগ। তিনি আরো বলেন ডাক বিভাগ প্রতিটি নাগরিকের পরিচয় বহন করে। এ সময় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সকল কাজে
বাংলাদেশ ডাক বিভাগ সর্বাত্তক সহযোগীতা করবে বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমদ, উপ-রেজিস্ট্রার জনাব ড. এম. আবু হানিফা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আবদুল খালেক, সহকারী রেজিস্ট্রার জনাব মোঃ জাকির হোসেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ জিয়াউর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।