নিয়ামুর রশিদ শিহাব,গলাচিপা (পটুয়াখালী)
সোমবার গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান মু. শাহিন শাহ্ কে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণসংবর্ধনা দেয়া হয়। বেলা ১১ টায় পৌরমঞ্চে সংবর্ধনা অনুষ্ঠানে গলাচিপা উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ্, আ.লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সাবেক উপজেলা চেয়ারম্যান মু. হারুন অর রশিদ, বিশিষ্ট
রাজনীতিবিদ বাবু কাশীনাথ দত্ত, উপজেলা আ.লীগের উপদেষ্টা আবু কালাম মো. ইছা, আ.লীগ সহ-সভাপতি হাজী মজিবর রহমান প্যাদা, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মু. শাহআলম, পৌর মেয়র আহসানুল হক তুহিন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, দল-মত, ধর্ম-বর্ণ সকলে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় জাতীয় থেকে স্থানীয় পর্যায়ে সকল নির্বাচনে মানুষ নৌকা প্রতীক প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করে। তাই দলের অভ্যন্তরীণ
কোন্দল ভুলে গিয়ে নালিশ, অভিযোগ, বিরোধ তৈরি না করে সকলের সহনশীলতা ও আন্তরিকতায় আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে ত¦রান্বিত করা সম্ভব। তিনি সকল ভোটারদের কৃতজ্ঞতা প্রকাশ করে সাধুবাদ জানান এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের ধৈর্য্য, চিন্তা এবং কর্মপরিকল্পনার মাধ্যমে কাজের অগ্রগতি জনগণের কাছে তুলে ধরতে অনুরোধ জানিয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত
চেয়ারম্যান মু.শাহিন শাহ্কে নির্বাচনে বিজয়ী করায় সকল ভোটর এবং বাংলাদেশ আ.লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের জন্য রাজনীতি। এলাকার উন্নয়নের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।