
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে সকল ধরণের সংকীর্ণতা পরিহার করে দলীয় পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নগর আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার লক্ষ্যে ইতোমধ্যে ১০টি গ্রুপে ভাগ হয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে সৎ,ত্যাগী,যোগ্য ও অসাম্প্রদায়িক এবং জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদেরকে দলের সদস্য পদ
প্রদান করা হবে। এ কার্যক্রমে নগর আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দরা যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করবেন। এই ওয়ার্ডকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য নগর আওয়ামী লীগের পক্ষ থেকে সকল ধরণের উদ্যোগ নেয়া হবে। আজ ০২ এপ্রিল ১৬নং চকবাজার ওয়ার্ডের চদ্দনপুরা ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা আতাউর রহমান খান কায়সারের বাসভবন সম্মুখ চত্বর সড়কে সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি একথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের
প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক বলেন, সদস্য কার্যক্রমের সুযোগকে কাজে লাগিয়ে কোন ধরণের বিতর্কিত,ভিন্ন মতাদর্শী,মাদকাসক্ত,সন্ত্রাসী এবং জঙ্গিবাদী কার্যকলাপে জড়িত কেউ যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নেতৃবৃন্দকে সজাগ-সতর্ক দৃষ্টি রাখার জন্য তিনি আহবান জানান। চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের চন্দনপুরা ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবুল মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: রহমত উল্লাহ স্বপনের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি
বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, কার্যনির্বাহী সদস্য আবদুল লতিফ টিপু, মোজাহেরুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কাউন্সিলর সাঈদ গোলাম হায়দান মিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ সরওয়ার মেক্সি, এডভোকেট দিদারুল আলম চৌধুরী, এড. নোমান চৌধুরী, এড. আশুতোষ দত্ত নান্টু, মো: নিজাম উদ্দিন, আবদুর রউফ, এস এম হাশেম, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: শাহজাহান সুফী, শেখ গোলাম মো: রাজু, মো: ইলিয়াছ প্রমুখ।