
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে ২ জন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।নিহতরা হলেন- মিলন আলী (১৭) ও সেনারুল হক (২৪)। মিলন শিবগঞ্জের মড়লপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। সেনারুল একই উপজেলার ঠুঠাপাড়া গ্রামের আফসার আলীর ছেলে।স্থানীয়রা জানান, সোমবার (০২ এপ্রিল) ভোরে শিবগঞ্জ উপজেলার
মাসুদপুর সীমান্তে কয়েকজন ব্যবসায়ী ভারত থেকে গরু আনতে যায়। এসময় শোভাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের উপর গুলি চালায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন সেনারুলসহ কয়েকজন। আহত সেনারুলকে উদ্ধার করে চরতারাপুর এলাকায় নেয়া হলে মারা যায় সে।এ ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে দাবি এলাকাবাসীর। শিবগঞ্জ থানার
ওসি হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তবে বিজিবি’র ৫৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সরোয়ার এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি।