
মোঃ তাজুল ইসলাম মিয়াজী
কুমিল্লা নাঙ্গলকোট রায়কোট ইউপির দাসনাই পাড়া গ্রামে বৃষ্টি পানিতে রাস্তা ভাঙ্গনের কারণে ভূক্ত ভুগি মাদ্রাসা ছাত্র, ছাত্রী ও এলাকাবাসী। দাসনাই পাড়া গ্রামে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে,দাসনাই পাড়া ইসলামীয়া দাখিল মহিলা মাদ্রাসা,দাসনাই পাড়া ইসলামীয়া হেফজ খানা,দাসনাই পাড়া হাবিবুউল্লা নুরানি মাদ্রাসা,দাসনাই পাড়া রুস্তুম আলী কিন্ডারগার্টেন এলাকাবাসী জানান, একটু বৃষ্টি হলে
গ্রামের আশে পাশে যাতায়াত রাস্তা গুলো, বৃষ্টির পানিতে ডুবে থাকে, এতে এলাকাবাসী চলা ফেরায় ও মাদ্রাসা ছাত্র, ছাত্রী মাদ্রাসা যাওয়ার সমস্যা হয়ে দাড়ায়। এলাকারবাসী ও মাদ্রাসা ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা জানান উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার, ও মাননীয় অর্থ মন্ত্রী মহোদয় লোটাস কামাল এমপি ও এলর্জি আইডি মন্ত্রী মহোদয় মোঃ তাজুল ইসলাম সহ সকলের দৃষ্টি দেওয়ার
জন্য দাবী জানান, যাতে এলাকাবাসী এই কষ্ট দুর্দশা থেকে মুক্তি পায়।ছাত্র ছাত্রী মাদ্রাসা অনিয়মের কারণ জানতে চাইলে, অভিবাক বিন্দু জানান তাদের ছেলে মেয়েরা মাদ্রাসা যাওয়া আসার পথে রাস্তা ভাঙ্গনের রাস্তায় পানি জমে থাকায় বা রাস্তা ভাঙ্গনে পা পিসলে পড়ে যাওয়া জামা কাপড় নষ্ট হয়ে যায়, নিয়মিত মাদ্রাসা যেতে অসুবিধা হচ্ছে।তারা জানান মাদ্রাসা যাতায়াত রাস্তাঘাট মাদ্রাসা ছাত্র ছাত্রী সুবিধাথে রাস্তার কাজ দূরত করার আহবান জানান তারা।