নিউজ ডেস্ক:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গাড়ির ধাক্কায় এক ছাত্রী আহতের ঘটনাটার প্রতিবাদে মহা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।এতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল চট্টগ্রাম শাহ আমানত সেতু পার হয়ে যানজট তৈরি হয়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কেও। আজ (৬ এপ্রিল) শনিবার সকাল ১০টার দিকে মহাসড়কের পাশে পশ্চিম পটিয়া এ জে চৌধুরী স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটেছে।দুর্ঘটনায় আহত নাজমা আক্তার (১৪) এ জে চৌধুরী উচ্চ
বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। একই এলাকার শিকলবাহা গ্রামের ইকবাল হোসেনের মেয়ে নাজমা। এদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল ১০টার দিকে স্কুলে যাচ্ছিলেন নাজমা আক্তার। স্কুলের সামনে এসে মহাসড়ক পার হওয়ার সময় চার চাকার একটি হিউম্যান হলার এসে তাকে ধাক্কা দেয়। এতে নাজমা আক্তার সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।স্থানীয়রা দ্রুত নাজমা আক্তারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে বেসরকারি ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ
ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আমির হোসেন বলেন, ‘আহত অবস্থায় নাজমা আক্তারকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। বেসরকারি ন্যাশনাল হাসপাতালে তাকে ভর্তি করা হয় এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে স্কুল ও সংলগ্ন কলেজ থেকে শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন। এরা দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে, বিভিন্ন গাড়ি থামিয়ে
রেখে অবরোধ সৃষ্টি করা হয়। শিক্ষার্থীরা সড়কে কয়েক দফা মিছিল করেছে। তাদের বিক্ষোভে যোগ দিয়েছেন স্থানীয়রাও। এই যানজটে গাড়িতে আটকা পড়া একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা এস এম আবু রায়হান বলেন, ‘২ ঘণ্টা ধরে গাড়ির ভেতরে বসে আছি। রাস্তায় অবরোধ করে কোনো গাড়ি যেতে দিচ্ছে না। হাজার হাজার মানুষ পায়ে হেঁটে চলে যাচ্ছে।’ গাড়ি চলাচল বন্ধ হয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, ‘বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি এদের সাথে কথা বলে এদের দাবি কি এটা জানার চেষ্টা করছি আমরা