
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
উৎসব মুখর পরিবেশে ও নানা আয়োজনে টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি ও বেসরকারি উদ্যোগে বরণ করা হল বাংলা নববর্ষ ১৪২৬।বর্ষবরণ উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় এক মঙ্গল শোভাযাত্রা।আর এ শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড ও বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ গ্রহন করে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর)আসনের
সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির,ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহীকর্মকর্তা ঝোটন চন্দ, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ,নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মোঃ আসলাম হোসাইন,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল প্রমূখ।এছাড়াও
বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলার কৃষ্টি ও ঐতিহ্য ভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহনে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অপরদিকে ইবরাহীম খাঁ সরকারি কলেজ ও ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যায়ে বৈশাখী মেলার আয়োজন করা হয়।