
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
১লা বৈশাখ উপলক্ষে যশোর বেনাপোল পৌরসভার ৪নং ওয়ার্ড কাগজপুকুর সঃ প্রাঃ বিদ্যালয়ের মাঠে কাগজপুকুর গ্রাম বাসীর উদ্যোগে প্রতি বছরের ন্যয় এবারও সারাদিন খেলাধুলা অনুষ্ঠিত হয়।সকাল নয়টায় ক্রিকেট খেলার আয়াজন করা হয়। উক্ত খেলায় প্রধান দুইটি দল বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশ। খেলায় বিবাহিত দল বিজয়ী হয়। দুপুরের বিরতির পর বিকালে আবার ফুটবল খেলায় বিবাহিত এবং অবিবাহিত দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় অবিবাহিত দল বিজয়ী হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাগজপুকুর গ্রামের সাবেক মেম্বার এবং সাবেক বেনাপোল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আমিরূল ইসলাম, সাইফুল্লা কাগজপুকুর ওয়ার্ড আওমীলীগের যুগ্নসাধারণ সম্পদক , সাংবাদিক মোঃজসীম উদ্দীন,সুমন ,বকুল,ওবাদুর রহমান,ইমরান হাসান রনি,কামরূজ্জামান আরো আনেকে।