
পরিবহন সেক্টরে শৃঙ্খলা ও দুর্ঘটনামুক্ত সড়কের জন্য তিন বছরের প্রজেক্ট ঘোষণা করা হলে সড়ক পরিবহন শ্রমিকেরা দায়িত্ব পালন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও সড়কে শৃঙ্খলা আনয়ন কমিটির আহ্বায়ক জনাব শাজাহান খান এম.পি। অদ্য ১৯ এপ্রিল সকাল ১১টায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আ লিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা’র সভাপতিত্বে আ লিক কমিটি কর্তৃক পলোগ্রাউন্ডস্থ রেলওয়ে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে
তিনি উপরোক্ত বক্তব্য পেশ করেন। অনেকে সমস্যা ও সমস্যা সমাধানের বাস্তবতা না বুঝে পরিবহন শ্রমিকদের দায়ী করেন। ‘মন্তব্য করে তিনি বলেন’ খুনের মামলায় ফাঁসির আইন রয়েছে। তেমনি সড়ক দুর্ঘটনা ও একটি প্রাতিষ্ঠানিক ও বহুপক্ষীয় সমস্যা। পরিবহন শ্রমিকদের ফাঁসিতে লটকিয়ে এ সমস্যার সমাধান হবে না। প্রাক্তন মন্ত্রী জনাব শাজাহান খান আরো বলেন, জাতীয়ভাবে প্রশিক্ষিত চালক তৈরির উদ্যোগ গ্রহণ করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী তিন বছরের মধ্যে এক লক্ষ প্রশিক্ষিত চালক সৃষ্টি করতে হবে। পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে
আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৫ দফা সুপারিশের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে জনাব শাজাহান খান প্রধানমন্ত্রী সুপারিশ বাস্তবায়নে যারা কোন উদ্যোগ নেন নি তাদেরও শাস্তির দাবি জানান। সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে তিনি বলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ইচ্ছাকৃত দুর্ঘটনার জন্য চালকদের শাস্তির বিরোধী নয়। কিন্তু একপক্ষীয় পুলিশী তদন্ত নয়, তদন্ত হতে হবে মালিক, শ্রমিক সংগঠনসহ বহুপক্ষীয়। তিনি সড়ক পরিবহন আইনে নিয়োগপত্র সহ শ্রমিকদের পক্ষে যা সুবিধাবলী রয়েছে তা অবিলম্বে কার্যকর করার দাবী জানান। সমগ্র
অনুষ্ঠানটি স ালনা করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আ লিক কমিটির সহ-সাধারণ সম্পাদক আবদুর রহিম। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বা ল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম আ লিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মওলা, সাধারণ সম্পাদক অলি আহামদ, প্রচার সম্পাদক
হাজী আবদুস ছবুর, আবু বক্কর ছিদ্দিকী, জহিরুল ইসলাম, শফিকুর রহমান, হারুনুর রশিদ, হাজী আবদুল নবী লেদু, মো: ইউসুফ, জাহেদ হোসেন, মো: শফি, মো: ইলিয়াছ, নুরুল ইসলাম, আবদুল কুদ্দুস, নুরুল হক পুতু, জাগির হোসেন, দৌলত মিয়া, মোহাম্মদ হাসান, নজরুল ইসলাম, মো: ইয়াছিন, মো: সেলিম, মো: বখতিয়ার, মো: একরাম, আবুল খায়ের, জানে আলম, আরিফুল ইসলাম, নূর মোহাম্মদ, মো: সেলিম, মো: জসিম, মো: হারুন প্রমুখ সড়ক পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।