
ঈশাত জামান মুন্না।লালমনিরহাট প্রতিনিধি।
স্থগিত আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে উপজেলার আটটি ইউনিয়ন। আগামী ৫ মে রোববার অনুষ্ঠিতব্য এ নির্বাচনে সম্পন্ন করতে উপজেলার আটটি ইউনিয়নে ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরও অতিরিক্ত ৪ জন ম্যাজিস্ট্রেট মাঠে সার্বক্ষনিক কাজ করবে। এছাড়াও প্রতি ইউনিয়নে ৪ টি করে বিজিবি, পুলিশ ও র্যাব সদস্যদের সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার
মোনজেরুল হক।নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ৮ টি ইউনিয়নে মোট ৬৭ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪৩ টি কেন্দ্র ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ৪৩৬ টি বুথে মোট ভোটার সংখ্যা ১৬৬৩৬১। নারী ভোটার ৮৩,৪৩৮ জন ও পুরুষ ভোটার ৮২,৯২৩ জন। মোট প্রিজাইডিং অফিসার ৬৭ জন, সহকারী প্রিজাইংডিং অফিসার ৪৩৬ জন ও পোলিং অফিসার ৮৭২ জন।এদিকে আজ শুক্রবার রাত বারোটা থেকে বন্ধ হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা ও সকল মোটরযান চলাচল। তবে শর্ত মেনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে
দ্রুত গতির যানবাহন চলাচল করতে পারবে।আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, মোট ৪৩ টি কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুকিপূর্ণ প্রতিটিতে ৪ জন পুলিশ সদস্য ও সাধারন কেন্দ্রে ৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হক বলেন, শান্তিপূর্ণভাবে ভোট উৎসব সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। যা এর আগে কখনো নেওয়া হয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স আইন শৃঙ্খলা পরিস্থিতি
পর্যবেক্ষণ করবে। যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা কঠোর হস্তে দমন করা হবে।ভোটাররা যাতে সুষ্টভাবে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে সে জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে । এ সময় তিনি ভোটারদের তাদের মূল্যবান ভোট, কেন্দ্রে গিয়ে দেওয়ার আহবান জানান।