নিজস্ব প্রতিবেদক
আলোচিত প্রবল ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ‘সুষ্ঠুভাবে’ শেষ হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।দেশের আটটি বিভাগীয় শহরে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দু’ঘন্টা ব্যাপী এ পরীক্ষায় ৭৯ দশমিক ৭০ শতাংশ প্রার্থী অংশ নিয়েছে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।পরীক্ষা শেষে পিএসসি বলছে, ৪০তম বিসিএসের প্রিলিমিনারির জন্য ‘লিপিবদ্ধ’ হয়েছিলেন ৪ লাখ ১০ হাজার ৯৬৩ জন প্রার্থী। যাদের মধ্যে ৮৩ হাজার ৪৩৮ জন পরীক্ষায় অংশ নেননি, যা মোট প্রার্থীর
২০ দশমিক ৩০ শতাংশ। ঢাকায় পরীক্ষায় অংশ নিতে ২ লাখ ১৬ হাজার ১৬১ জন ‘লিপিবদ্ধ’ হলেও তাদের মধ্যে এক লাখ ৬৭ হাজার ৫০৮ জন পরীক্ষায় অংশ নেন। ঢাকায় অনুপস্থিত ছিলেন ৪৮ হাজার ৭৫৩ জন।এছাড়া রাজশাহীতে ৬ হাজার ৮৭৯ জন, চট্টগ্রামে ৭ হাজার ৬১৭ জন, খুলনায় ৫ হাজার ৪৭৯ জন, বরিশালে ২ হাজার ৫০৫ জন, সিলেটে ৩ হাজার ৬৪ জন, রংপুরে ৫ হাজার ৬৩ জন এবং ময়মনসিংহে ৪ হাজার ৭৮ প্রার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এর বাইরে ৬ জন প্রার্থীকে বিভিন্ন কারণে হল থেকে বহিষ্কার করা হয়েছে বলে পিএসসি জানিয়েছে। ৪০তম
বিসিএসের প্রিলিমিনারিতে অংশ নিতে ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছিল পিএসসি। তবে পরীক্ষা শেষে সেই সংখ্যা এক হাজার ৫৬৯ জন কম দেখেছে কমিশন। ঘূর্ণিঝড়ের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনুপস্থিতির হার এবার বেশি কি না জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বিডিনিউজ গণমাধ্যমকে বলেন, ২০ শতাংশ অনুপস্থিতি অস্বাভাবিক কিছু নয়।“এর আগের প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে ৮০, ৮১, ৮২ শতাংশ প্রার্থী অংশ নিয়েছেন। ঘূর্ণিঝড় ফণীর কারণে কোনো প্রভাব
পড়েনি।”এদিকে কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, “পরীক্ষা ভালোমতই অনুষ্ঠিত হয়েছে।”উল্লেখ্, ঘণ্টায় ১৭৫ কিলোমিটার গতির ঝেড়ো হাওয়া সঙ্গে নিয়ে শুক্রবার সকাল ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় ফণী। শুক্রবার মধ্যরাতের দিকে এ ঝড় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারে।সকালে যখন বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়, তার ঠিক আগে আগে রাজধানীর বিভিন্ন স্থানে এক পশলা বৃষ্টি হয়ে যায়। বৃষ্টির খবর এসেছে দক্ষিণের বিভিন্ন এলাকা থেকেও।ফণী এগিয়ে আসায় এইচএসসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের পরীক্ষা
পেছানো হলেও বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবারই নেওয়ার সিদ্ধান্তে অটল থাকে পিএসসি।এর পক্ষে পিএসসি চেয়ারম্যানের যুক্তি ছিল, পরীক্ষার্থীরা ঘূর্ণিঝড়ের বিষয়টি জানেন, এ কারণে তারা আগেই বিভাগীয় সদরে পৌঁছে গেছেন পরীক্ষা দিতে। তাছাড়া ঝড় আসবে রাতে, সুতরাং সকালে পরীক্ষা নিতে সমস্যা হওয়ার কথা নয়।প্রথম শ্রেণির সরকারি চাকরিতে এক হাজার ৯০৩টি পদে নিয়োগ দিতে গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন এবং অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট এক হাজার ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে।