
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র ব্যবস্থাপনায় আজ ৪ মে শনিবার বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে সমাবেশ ও স্বাগত র্যালী ছাত্রনেতা মুহাম্মদ রেজাউল করিম ইয়াসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ ইসলামী যুবসেনা সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম বলেন, রমজান মাসে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে সীমিত রাখা, খোদাদ্রোহী নাস্তিকদের সব অপতৎপরতা রুখে দিয়ে বেশি পরিমাণ কুরআন অধ্যায়ন,
সকল প্রকার অশ্লীলতা, মদ-জুয়া, দিনের বেলা হোটেল-রেস্তোরা বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। রমজান শুরুর পূর্বে অসামাজিক কর্মকা- বন্ধ না হলে স্থানীয় জনতা সকল অপরাধের আস্তানার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবে। পূণ্যময় এ মাসকে তাকওয়া অর্জনের জন্য এবং নানা ইবাদত-বন্দেগী পালন করে ¯্রষ্টার নৈকট্য হাসিলের উপায় হিসেবে নেয়া প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য। সমাবেশ ও স্বাগত র্যালীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ফ্রন্ট মহানগর উত্তর’র যুগ্ম সাংগঠনিক
সম্পাদক মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মহানগর দক্ষিণ’র দপ্তর সম্পাদক মাওলানা নুরুচ্ছুফা আল কাদেরী, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ রবিউল ইসলাম রুবেল। সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মমদ শিহাব উদ্দিন ও মুহাম্মদ হুমায়ুন কবিরের যৌথ স ালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আতিকুর রহমান। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মুহাম্মদ জমির উদ্দিন, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ মাহবুবুর রহমান বাহার, মুহাম্মদ ইশতিয়াক রায়হান রেজা, ইয়ার মুহাম্মদ জামশেদ, তারেকুল ইসলাম, শওকতুল করিম, আবু
নাছের মাহফুজ প্রমুখ। মুহাম্মদ রেজাউল করিম ইয়াসিন বলেন, রোজা মানুষকে গরিব-দুঃখীর কষ্ট অনুধাবনে সহায়তা করে। মুসলিমমিল্লাত রোজার মাধ্যমে সহমর্মিতা ও সহনশীলতার শিক্ষা লাভ করেন। এ মাস ধৈর্য্য, ত্যাগ ও সবরের। ধৈয্যের প্রতিফল হিসেবে আল্লাহর নিকট থেকে জান্নাত লাভ করা যাবে। এ মাসে আল্লাহ মুমিন বান্দাদের রিযিক প্রশস্ত করে দেন। এ মাসে যে ব্যক্তি কোনো রোযাদারকে ইফতার করাবে এর বিনিময়ে তার পাপসমূহ ক্ষমা করে এবং জাহান্নাম হতে তাকে মুক্তি ও নিষ্কৃতি দেয়া হবে। আর ঐ ব্যক্তিকে আসল রোযাদারের সমান সাওয়াব দেয়া হবে।
তাই আল্লাহর নৈকট্য অর্জনের পাশপাশি এ মাস থেকে নেয়া শিক্ষা ও প্রশিক্ষণ সারা বছর জুড়ে নিজেদের জীবনে বাস্তবায়ন করাই হবে প্রত্যেক মুসলমানদের প্রধান লক্ষ্য। কেননা রোজার মাধ্যমে বান্দা আত্মশুদ্ধি অর্জন করে থাকে। সে সাথে এক মাস রোজা রেখে বাকি এগারো মাস নিজেকে পাপমুক্ত রাখার সংকল্প গ্রহণ করার। সমাবেশ শেষে স্বাগত র্যালীটি চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয়ে চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদিঘি সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে নিউ মার্কেট চত্বরে এসে শেষ হয়।