
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী।জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জাতীয় সমন্বয়ক অধ্যাপক সামন্ত লাল সেন সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশ সময় আজ ভোর সাড়ে ৪টায় সুবীর নন্দী মারা জান।অধ্যাপক সেন জানিয়েছেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় পরপর তিনবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুবীর নন্দী। তিনি দীর্ঘদিন হৃদরোগের চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে ছিলেন আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনিএর আগে
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ও একবার হার্ট অ্যাটাক হয়েছিল তার।সেসময় ১৮ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩০শে এপ্রিল সিঙ্গাপুরে নেওয়া হয় সুবীর নন্দীকে। সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছিল বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করছিলেন অধ্যাপক সেন।তিনি জানিয়েছেন, “বারবার হার্ট অ্যাটাক হয়েছে তার, সেই সঙ্গে সুবীর নন্দীর মাল্টিপল অরগ্যান ফেইলিউর হচ্ছিল।”সঙ্গীতে অবদানের জন্য এ বছরই তাকে একুশে পদকে ভূষিত করে সরকার। একুশে পদকপ্রাপ্ত এই সঙ্গীতশিল্পী বাংলাদেশের নামকরা একজন
শিল্পী ছিলেন যার একটি গান এখনো মানুষের মুখে মুখে থাকে কত যে তোমাকে বেসেছি ভাল সেকথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সেকথা তুমি যদি জানতে বাংলাদেশ বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রের প্লেব্যাকে তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। এই জনপ্রিয় সংগীত শিল্পী