মো বছির আহমেদ , মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৫৫ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীই এএসসি ২০১৯ সালের পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এতে করে বেশ আনন্দে মেতে উঠেছে উত্তীর্ণ শিক্ষার্থীরা। ঐ কলেজে ৫৫ জন পরীক্ষার্থী ৫৫ জনই পাস করায় ওই প্রতিষ্ঠানের অনেক সুনাম বেড়ে গেছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হচ্ছেন, মোহাইমিন, আরিয়ান, মোনেম, তালহা, রিজুয়ান, রাহিক, আহ্মাদুল্লাহ্, জাকারিয়া, রাওন, তানভির, ফারহান, জামিল, ফ্রাদিন, সাবিক, সাকিব, মোনোন, তুহিন, আরাফাত, শামদিদ, মেহেদি,
তাওহিদুর, রাফিয়ান, পার্থিব, তওফিক, ধ্রুব, হাসিব, আসিফ, তাওসিফ, জিয়াদাদ, হাবিব, হাসনাত, আসিস, মাহির, মাহমুদ, মিনহাজ, জয়, ঐসীক, সজীব, হাদী, নূর, মুবাশি^র, নাভিদ, হাসিব, মেরাজ, রাফিল, সোয়াদ, সাফওয়ান, ফাতিন, সাদিক, অসির, নাফি, সিয়াম, রায়াতুল, মাহিন, ও আবরার। এ বিষয়ে মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ বিমান রায় চৌধুরী জানান, প্রতি বছরের
মতো এবারও শিক্ষার্থীরা ভালো ফলাফল করে সুনাম অর্জন করেছে। আশা করছি পরবর্তী দিনগুলোতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে শিক্ষার্থীরা। এ সময় তিনি আরো বলেন আগামী দিনগুলোতেও পড়ালেখার মান আরও ভালো হবে