
চট্টগ্রামস্থ বৃহত্তর রংপুর সমিতির বার্ষিক ইফতার মহফিল গত ১৭ মে ২০১৯ইং তারিখ জি.ই.সি হোটেল জামানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দূর্নীতি দমন কমিশন চট্টগ্রামের মাননীয় পরিচালক মো: আব্দুল করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা: আনিসুল ইসলাম খান (চমেক হাসপাতাল) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত
পুলিশ সুপার এস.এম আব্দুর রউফ। উক্ত সভায় চট্টগ্রামস্থ বগুড়া সমিতি ও দিনাজপুর সমিতির নেতৃবৃন্দসহ অনেক গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনে রংপুর-চট্টগ্রাম ও চট্টগ্রাম-রংপুর বিরতিহীন রেল যোগাযোগের জন্য উপস্থিত সকলেই তাহাদের প্রাণের দাবি পেশ করেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সকলের সাথে একমত পোষন করেন এবং রেল যোগাযোগের জন্য সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অঙ্গিকার ব্যক্ত করেন।