বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শ্রম সম্পাদক, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের সাবেক সভাপতি, জাতীয় শ্রমিকলীগের সাবেক নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রহমত উল্ল্যাহ্ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৬ মে ২০১৯ইং তারিখ লালখান বাজারস্থ চৌধুরী হেভেনে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে এলাকার দুস্থঃ ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করেন মরহুম এম.এ আজিজের পুত্র, মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য
সাইফুদ্দিন খালেদ বাহার, ১৪নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর এএফআই কবির মানিক, সাবেক শ্রমিকনেতা নুর আহম্মদ এর পুত্র, এমএ মান্নান শিমুল, বঙ্গবন্ধুর একনিষ্ট সহচর সুলতান আহমেদ কন্ট্রাকটরের পুত্র নিজাম উদ্দিন সুলতান, সাংবাদিক ও লেখক সেলিম আক্তার পিয়াল, আজগর আলী। মরহুমের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন, মরহুমের কন্যা কণ্ঠশিল্পী রুনা পারভিন,
নারীনেত্রী রুবা আহসান, যুবনেতা ভাষ্কর চৌধুরী, মরহুমের নাতি আহমেদ শাকির উল সিয়াম। ১৭মে মরহুমের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের সকলের গরীব উল্লাহ্ শাহ্ মাজারস্থ মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ ও জেয়ারত করে আলহাজ্ব রহমত উল্ল্যাহ্ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।