
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৭৫ পিস মায়ানমারের ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃতরা হলেন মোঃ ওমর ফারুক (২২) বেনাপোল পোর্ট থানার মহিশাডাঙ্গা গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে (ফেন্সিডিল পাচারকারী), হারুন অর রশিদ (৩২) সাদিপুর গ্রামের আব্দুর রউফের ছেলে ও মোঃ রুবেল (৩৩) বেনাপোলের আব্দুল আজিজের ছেলে(ইয়াবা পাচারকারী)।গত বৃহস্পতিবার রাতে বিজিবি’র পৃথক অভিযানে খড়িডাঙ্গা ও ছোট
আচঁড়া থেকে ৮০ বোতল ফেন্সিডিল ও ৭৫ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি। সদস্যরা ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ সেলিম রেজা (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে খড়িডাঙ্গা ও ছোট আচঁড়া রেল
লাইনের উপর থেকে ৮০ বোতল ফেন্সিডিল ও ৭৫ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।এসময় তিনি আরো জানান,আটককৃত ফেন্সিডিল ও ইয়াবাসহ আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে তাদেরকে সালান করে জেলে পাঠানো হবে