
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
পরিবারকে দুবেলা দুমুঠো বাতের যোগান দিতে ভালো কাজের সন্ধানে ভারতে পাড়ি দিয়েছিল বাংলাদেশের কিছু কিশোর কিশোরী ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া পাঁচ বাংলাদেশি ৪ কিশোর ও ১ কিশোরীকে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।আজ শনিবার (১৫ই জুন) সন্ধ্যা ৬ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করে।ভারত থেকে ফেরত আসা বাংলাদেশিরা হলেন, সাতক্ষীরার আবু রায়হান,(১৫),যশোর শার্শার আপন (১৪), নড়াইলের রাব্বি (১৩),চাপাইনবাবগঞ্জের
সেলিম (১৫) ও ঝিনাইদহের কিশোরী শাহিনুর খাতুন(১৫)। কম বয়সের কিশোর কিশোরী ভালো কাজের সন্ধানে দালালের হাত ধরে ভারতে গেলেও তাদের পরিবারের কাছে খালি হাতে ফেরত আসতে হচ্ছে এদিকে জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখার তথ্য ও অনুসন্ধ্যান কর্মকর্তা এবিএম মুহিত হোসেন জানান, সংসারে অভাব-অনটনের কারণে ১ বছর আগে এসব বাংলাদেশি কিশোর কিশোরী দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যায়।এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করেছিল। সেখান থেকে কলকাতার বারাসাত কিশোলয় নামে একটি
শেল্টার হোমে তাদেরকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগে ট্রাভেল পারমিট আইনে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।এখান থেকে সবকিছু যাচাই বাছাই করে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে