
,বেনাপোল প্রতিনিধি
পাসপোর্ট যাত্রীদের সুবিধার্থে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত চেকপোস্ট রাত দশটা পর্যন্ত খোলা রাখার দাবি করেছেন বাংলাদেশের সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দ। গত শনিবার কোলকাতা কাস্টমস হাউস এজেন্টস অ্যাসোসিয়েশন’র আয়োজনে কলকাতার অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনার (বাণিজ্য) মো. সাইফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এ দাবি তোলা হয়। ব্যবসা বানিজ্য সহ সাধারন যাত্রীদের সুবিধার্থে জন্য ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করার দাবি করা হয়।
ইন্দোবাংলা চেম্বার অব কর্মাসের ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, ভারত-বাংলাদেশ’র মধ্যে বর্তমানে আমদানি রফতানি বেড়ে দ্বিগুন হয়েছে। বেনাপোল -পেট্রাপোল বন্দর দিয়ে দেশের সিংহভাগ শিল্প প্রতিষ্ঠানের কাচা মাল আমদানি হয়ে থাকে। ফলে এই আন্তর্জাতিক এই সীমান্ত চেকপোস্ট দিয়ে প্রতিদিন উভয় দেশের ৬/৭ হাজার মানুষ যাতায়াত করছেন। এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারতীয় সময় সকাল সাড়ে ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত যাত্রী পারপার করে থাকে। আমদানি ও রপ্তানি কার্যক্রম’র সঙ্গে পাসপোর্ট যাত্রী
যাতায়াতের সময় বাড়ানোর দাবি করা হয়। গত বছরই এই বেনাপোল-পেট্রোপোল চেকপোস্ট দিয়ে ২৩ লাখ যাত্রী চলাচল করেছে । সীমান্তের বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সীমান্তের অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি যাত্রীদের যাতায়াতের সমস্যা দূর করা এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানো প্রয়োজন বলে মনে কনের উভয় দেশের ব্যবসায়ীরা। সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আখতার হোসেন, ঢাকার অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মাহম্মদ ফরিদ ,বেনাপোল অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজল, মংলা
অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান আহমেদ , ইন্দোবাংলা চেম্বার অব কমার্সের ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ ও ভারতের কোলকাত কাস্টমস হাউজ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজু গোস্বামী , ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের পরিচালক আর এল নরসিমাহ ও কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনার বাণিজ্য মো.সাইফুল ইসলাম প্রমুখ