
জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি জনাব হুসেইন মুহম্মদ এরশাদ সাহেবের রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন লন্ডন মহানগর জাতীয় পার্টির সহ-সভপতি ও জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব রুহুল আমিন। তিনি বলেন-হুসেইন মুহম্মদ এরশাদ সাহেবের জন্য আপনাদের সবার কাছে দোয়া আহ্বান করছি। আপনারা দোয়া করেন উনি যেনো লাইফ সাপোর্ট থেকে
জীবিত সুস্থ অবস্থায় ফিরে আসেন। আমিন।উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গত ২২ জুন থেকে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৪টা ১০মিনিট থেকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। ফুসফুসের সংক্রমণ কিছুটা কমলেও শ্বাসকষ্ট হচ্ছিল। আবার কিডনি কিছুটা কাজ করলেও তার শরীর থেকে বর্জ্য বের হচ্ছিল না। তাই সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালের চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্ট দেন।