
বেনাপোল প্রতিনিধিঃ
এক অস্ত্র ব্যবসায়ী অস্ত্র পাচারের সময় গ্রেপ্তার হন এসময় তার কাছে এক রাউন্ড গুলি একটি ওয়ান গান শুটার উদ্ধার করে বেনাপোল শার্শায় থানার পুলিশ যশোরের শার্শায় একটি ওয়ান শুটারগান ও ১রাউন্ড গুলিসহ কোরবান হোসেন (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানার পুলিশ। আটককৃত কোরবান হোসেন শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের নওশের আলীর ছেলে।বুধবার (১০ই জুলাই) শার্শা উপজেলার বলফিল্ডের সামনে থেকে তাকে আটক করা হয়।শার্শা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান
জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, শার্শার বলফিল্ডের সামনে থেকে বিশেষ অভিযান চালিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করলে তার প্যান্টের ভিতর থেকে ১টি ওয়ান শুটার গান ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।তিনি আরো জানান, এ ব্যাপারে আটককৃতের নামে একটি শার্শা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।পরে তাকে আদালতে পাঠানো হবে