
ডাবল এ ১৯৯১ পাবলিক কোম্পানী লিঃ একটি বহুজাতিক কোম্পানী যাহার হেডকোয়াটার থাইল্যান্ডে অবস্থিত। উক্ত কোম্পানী কপি পেপার, কম্পিউটার প্রিন্টিং পেপার প্রস্তুত করিয়া থাকে, যাহার ব্র্যান্ডনেম “ডাবল এ”। উক্ত কোম্পানী বাংলাদেশসহ তথা সারা বিশ্বে প্রায় শতাধিক রাষ্ট্র তাহাদের ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে। এবং বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশে “ডাবল এ” ব্র্যান্ডের একমাত্র স্বত্বাধিকারী ডাবল এ (১৯৯১) পাবলিক কোম্পানী লিঃ বিধি অনুযায়ী ডাবল এ (১৯৯১) পাবলিক কোম্পানী লিঃ ব্যতিত কোন ব্যক্তি/প্রতিষ্ঠা/
আমদানীকারক উক্ত ব্র্যান্ডের কাগজ প্রস্তুত, আমদানী বা বাজারজাত করিতে পারিবে না। “ডাবল এ” ব্র্যান্ডের কাগজ বিশ্বমান তথা উন্নত মানসম্পন্ন কাগজ হওয়ায় কতিপয় অসাধু ব্যবসায়ী/জালিয়াতিচক্র অবৈধ বা বেআইনীভাবে মুনাফা লাভের জন্য কোনরকম সাপোর্টিং ডকুমেন্ট ব্যতিরেখে “ডাবল এ” ব্র্যান্ডের লগো, র্যাপিং মোড়ক, বক্স কার্টন ফেক/জাল প্রস্তুত করিয়া চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা, জিএ ভবন ইসলামী ব্যাংকের নিচে এবং শাহী জামে মসজিদ মার্কেটের নীচ তলায়, রিয়াজ উদ্দিন বাজার গোলাম রসুল মার্কেটের কিছু অসাধু
ব্যবসায়ী এলাকায় বাজারজাত করিতেছে। উক্ত নি¤œমানের ডাবল এ পেপার অনেক সরকারি প্রতিষ্ঠানে ব্যবহার করা হচ্ছে। উক্ত পেপারে সরকারি ডকুমেন্ট বেশি দিন সংরক্ষণ করা যায় না। যার ফলে সাধারণ ভোক্তাগণসহ সৎ ব্যবসায়ী ও আমাদের কোম্পানীর অপূরণীয় ক্ষতিসাধন হইতেছে। সর্বোপরি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় হতে বি ত হচ্ছে।
জালিয়াতি চক্রের এহেন বেআইনী কার্যকলাপের বিরুদ্ধে কোম্পানী কর্তৃক বিভিন্ন সময়ে বিভিন্ন আইনানুগ কার্যক্রম গ্রহণ করা সত্ত্বেও উক্ত জাল-জালিয়াতি বন্ধ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে দেশের বাজারে “ডাবল এ” ব্র্যান্ডের ফেক বা জাল কাগজে সয়লাভ হওয়ায় আসল “ডাবল এ” কাগজ এর চাহিদা কমে যাচ্ছে। ইহাতে কোম্পানীর সুনাম ও সরকার রাজস্বের ক্ষতি হচ্ছে। তাই সরকার ও প্রশাসনের প্রতি ফেইক ও জাল নি¤œমানের “ডাবল এ” পেপার বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি।