
মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত সংগঠন বিজয়’৭১’র উদ্যোগে আজ বিকাল ৪ ঘটিকায় চেরাগী চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সংগঠনের সভাপতি বাবু সজল চৌধুরীর সভাপতিত্বে ও লায়ন আবু ছালেহ্’র স ালনায় সূচনা বক্তব্য রাখেন-বিজয়’৭১’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা; আর.কে রুবেল। সভায় শোক প্রস্তাব পাঠ করেন-বিজয়’৭১’র সদস্য যুবনেতা প্রশান্ত চৌধুরী যিশু। প্রতিবাদ সমাবেশ সংহতি রেখে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল
আজম নিজামী, মুক্তিযোদ্ধা মহানগর কমান্ডার মোজাফফর আহমেদ, ড. বিকিরণ প্রসাদ বড়–য়া, ডা: প্রভাত চন্দ্র বড়–য়া, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম জিএম নিতাই কুমার ভট্টাচার্য, ড. জিনবোধি ভিক্ষু, কাউন্সিলর স্যাইয়েদ গোলাম হায়দার মিন্টু, অধ্যক্ষ সানাউল্লাহ, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, বিজিএপিএমইএ ১ম সহ-সভাপতি খন্দকার লতিফুর রহমান আজিম, সমাজসেবক হাজী সাহাব উদ্দিন, সুজিত কুমার দাশ, মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, ভানুরঞ্জন চক্রবর্তী, রাখাল চন্দ্র ঘোষ, রফিকুল ইসলাম, পান্টু লাল সাহা, বীর মুক্তিযোদ্ধা শ্যামল মিত্র, রফিকুল ইসলাম, এহসানুল আজিম
লিটন, বিজয়’৭১’র কার্যকরী সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, শিক্ষিকা নিলা বোস, আব্দুল্লাহ আল মুরাদ, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, সাংবাদিক কিরন শর্মা, লায়ন শিবু প্রসাদ ভদ্র জীবন।
বক্তারা বলেন- ২০০৪ সালের ২১ শে আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত ২১ শে গ্রেনেড হত্যার রায় গত ২০১৮ সালের ১৩ অক্টোবর ঘোষিত হয়েছে। এখন হত্যার মূল পরিকল্পনাকারী হাওয়া ভবনের তারেক জিয়া ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিচার দাবী করেন এবং এ ধরনের নারকীয় ঘটনার
নিন্দা জ্ঞাপন করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা অমর কান্তি দত্ত, শিবু প্রসাদ চৌধুরী, এসডি জীবন, মোঃ সেলিম, ডা: অপূর্ব দর, ডা: এস.কে পাল সুজন, সোমা মুৎসুর্দ্দী, ডা: বেলাল হোসেন উদয়ন, মামুনুর রশিদ মামুন, রুমকি সেনগুপ্ত, সৈয়দা শাহানারা বেগম, বোরহান উদ্দিন গিফারী, সি.আর বিধান বড়–য়া, সালাউদ্দিন লিটন, ডা: প্রণব মজুমদার মোঃ ফয়সাল, হুমায়ুন, তাহসিন, ইমরান হোসেন, এহসানুল হক, ওমর ফারুক সুমন, আরাফাত উল্লাহ, মনির, জিতু, দেলোয়ার হোসেন, সজল দাশ, শিল্পী সমীরন পাল. খলিল, হিরু, জাহেদ, সাইদুল ইসলাম, ফরহাদ, সামির, জয়ন্ত, রতিন প্রমুখ।