
নগরীর খুলশী থানাধীন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড সদার বাহুদর নগর স্কুল ক্যাম্পস্থ ইমাম বারগা শরীফের উদ্যোগে ১০ দিনব্যাপী শোহদায়ে কারবালা মাহফিল উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল, ফাতেহা ও বর্ণাঢ্য তাজিয়া মিছিলের মাধ্যমে স¤পন্ন হয়। খলিফা গোলাম রমিজ উদ্দিন রুমির নেতৃত্বে প্রায় দেড়শ স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালনের মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়। পবিত্র মহরম উপলক্ষে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ উর্দূভাষী অবাঙ্গালীদের আয়োজনে ওয়ার্লেস, সেগুন বাগান, বি-ডাব্লিও/৪, বি-ডাব্লিও/১, লিচু বাগান এলাকা হতে ২৫টি ইমাম বারগা শরীফের তাজিয়া
মিছিল গত ১০ সেপ্টেম্বর বিকেল ৩.৩০ ঘটিকার সময় সরদার বাহুদুর নগর স্কুল ক্যাম্প হতে শুরু হয়ে আমবাগান, টাইগার পাস, কদমতলী, নিউ মার্কেট, জুবলী রোড, কাজীর দেউরী, ধামপাড়া ও জিইসির মোড় হয়ে পুনরায় স্কুল ক্যাম্প প্রাঙ্গনে এসে শেষ সমাপ্তি হয়। মো: জাবেদের আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী হাজারো ধর্মপ্রাণ মুসলমানসহ সকল ধর্মের অনুসারীদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।