
রিপন মারমা কাপ্তাই।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে ৪৮ তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীরা প্রতিযোগিতা ফুটবল খেলার চ্যাম্পিয়ন হয়েছে বড়ুইছড়ি নরুল হদার কাদেরী উচ্চ বিদ্যালয়। বুধবার উপজেলা সদর শেখ রাশেল স্টেডিয়ামে এই ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। ৪-২ গোলে চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে উপজেলার চ্যাম্পিয়ন গোরব অর্জন করেন।
নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতা থাকায় ট্রাইবেকারে গড়ায়। এদিকে একই মাঠে অনুষ্ঠিত ছেলেদের হ্যাম্বলের চ্যাম্পিয়ন হয়েছে কাপ্তাই উচ্চ বিদ্যালয়। আর মেয়েদের হ্যাম্বলের চ্যাম্পিয়ন
হয়েছে কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়। খেলার শেষে কাপ্তাই উপজেলা নির্বাহীর কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল বিজয়ী ও বিজেতা দলের পুরুষ্কার বিতরণ করেন।
উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ সঞ্চালনা সেই সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আঃমী সভাপতি অংসুইছাইন চোধুরী, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েতকাউসার, উপজেলা ক্রীড়া সংন্থার সভা নেত্রী আফরোজা আক্তার রেখা,কাপ্তাই থানা ইনচার্জ নাছির উদ্দিন, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল চৌধুরী বেবী,উপজেলা ক্রীড়া সংস্থার
সাধারন সম্পাদক বিদর্শন বড়ুয়া।ফাইনাল খেলা উপভোগ করার জন্য বিভিন্ন সরকারি বেসরকারি কর্ম কর্তাগন সেই সময় উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, সহকারী শিক্ষক কল্যান তংচনগ্যা,এবং স্বপন কুমার দাশ,খেলা ধারাভাষ্য প্রধান করেন কাপ্তাই প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক ঝুলন দক্ত।