
ধ্রুব সাংস্কৃতিক পরিষদ বাংলাদেশ এবং পায়েল নৃত্যাঙ্গন, মাধুরী সাংস্কৃতিক একাডেমি ও প্র-মাধুরী শিল্প সংগঠনের যৌথ উদ্যোগে বিভিন্ন বিভাগের নৃত্য ও সংগীত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় পরিষদের পরিচালক অধ্যক্ষ রতন দাশগুপ্তের পরিচালনায় নগরীর সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সহকারী জজ, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মনজুর মাহমুদ খান। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু সাহিত্য একাডেমীর পরিচালক মোঃ জসিম উদ্দীন চৌধুরী।
মৌপ্রিয়া দত্ত নকশির পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অঞ্জন দাশ, সুভাষ নাথ, রঞ্জন দাশগুপ্ত, দীপলাল চক্রবর্তী, রাজীব বড়ুয়া, সুইটি দাশ, চিত্তরঞ্জণ বর্মন, সবুজ কুমার দে, মহুয়া ঘোষ, জয়া রানী দাশ, রাজু চক্রবর্তী, পিংকী সরকার, চুমকী সরকার, দীপঙ্কর দত্ত, সমীর শীল, সুমন সাহা, খোকন বড়ুয়া, মানজিৎ কুমার দে, রতœা সিনহা, শ্রীদেবী ত্রিপুরা, ভবানি বসাক, রাজন ভট্টাচার্য, দীপংকর চক্রবর্তী, এড.অরুণ কুমার দত্ত, ইতি বাড়ৈ প্রমুখ।সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিশু কিশোরদের প্রতিভা আহরণে সাংস্কৃতিক
প্রতিযোগিতার বিকল্প নেই। শিশুদের মননশীলতা ও সৃষ্টিশীল চর্চায় সংস্কৃতি বিশাল ভুমিকা রাখে। তিনি বলেন শিক্ষার্থীদেরকে শুধুমাত্র জিপিএ-৫ এর অসম প্রতিযোগিতায় টেলে না দিয়ে তাদেরকে মানসিকভাবে উন্নত ও মেধা সম্পন্ন হিসেবে গড়ে সুশিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ার সাথেও সমানভাবে সম্পৃক্ত করা জরুরী । সভাশেষে নৃত্য ও সংগীত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।