
নিজস্ব প্রতিবেদকঃ
একটি টলি ব্যাগের মধ্যে অজ্ঞাতপরিচয় লাশ ফেলে যায়, ময়মনসিংহ শহরে মালিকবিহীন পড়ে থাকা একটি ট্রলি ব্যাগে অজ্ঞাতপরিচয় এক যুবকের হাত পা বিহীন দ্বিখণ্ডিত লাশ পেয়েছে ময়মনসিংহ পুলিশ। প্রথমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিস্ফোরক থাকতে পারে এমন সন্দেহে পুলিশ ও র্যাব সদস্যরা রোববার রাত থেকে ব্যাগটি ঘিরে ছিলেন। সোমবার সকালে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ব্যাগটি খুলে দেখেন ব্যাগের মধ্যে একটি যুবকের লাশ। জেলার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, “ওই যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর। হতে পারে, তাকে হত্যার পর লাশ দ্বিখণ্ডিত করা হয়েছে বলে আমাদের মনে হয়েছে। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি।”
পুলিশ কর্মকর্তারা জানান, শহরের পাটগুদাম ব্রিজের কাছে রোববার সকাল থেকে লাল রঙের ওই ট্রলি ব্যাগটি পড়ে ছিল। ট্রাফিক পুলিশের এক সদস্যের সন্দেহ হলে সন্ধ্যায় তিনি বিষয়টি পুলিশকে জানান। এরপর রাত ৮টার দিকে পুলিশ ও র্যাব সদস্যরা সেখানে গিয়ে ব্যাগটি ঘিরে অবস্থান নেন। সেইসঙ্গে আশপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি এবং র্যাবের সিও লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। কারণ সবারই মনে হয়েছিল ওই লাগেজ
লাগে বিস্ফোরণ জাতীয় কোন কিছু থাকতে পারে বলে মনে করেছিলেন তারা কিন্তু সোমবার সকালে যখন ব্যাগটি খুলেন সবাই হতভম্ব হয়ে যান।ঢাকা থেকে বোমা নিষ্ক্রিকারী দলের সদস্যরা সকালে ময়মনসিংহে পৌঁছে ঘটনাস্থলে আসেন। সকাল ৯টার দিকে তারা ব্যাগটি খুলে ভেতরে খণ্ডিত লাশ পান।পুলিশ সুপার বলেন, “এটা ঠাণ্ডা মাথার খুন। হত্যাকারীদের ধরার জন্য পুলিশ কাজ করছে। লাশ ময়নাতন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।” এসময় তিনি আরো বলেন এ ধরনের ঠান্ডা মাথার খুনি দের দ্রুত আইনের আওতায় আনা হবে।