
সম্মিলিত কর আইনজীবী সমন্বয় ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চট্টগ্রাম (কর আইনজীবী) ইউনিটের উদ্যোগে নবীন বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ ইদ্রিসের সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। পরিষদ নেতা শাহাদাত হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মোঃ আইয়ুব, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.চন্দন দাশ, এড.মুজিবুল হক চৌধুরী, এড.শেখ ইফতেখার সাইমুল চৌধুরী,
সাবেক সাধারণ সম্পাদক এড.অশোক কুমার দাশ, এডভোকেট আবদুর রশিদ, এড.এনামুল হক, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য এড.মেজবাহ উদ্দীন, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.এম.এ.বাশার তালুকদার, আলহাজ্ব মোঃ ইউনুস, আলহাজ্ব মোঃ বদিউজ্জামান, আলহাজ্ব আবদুল মালেক, আরহাজ্ব মুহাম্মদ আখতার উদ্দিন, জয়শান্ত বিকাশ বড়ুয়া, কে.এম.জয়নাল আবেদিন, সাবেক সাধারণ সম্পাদক এড.এম.এ.বারি, আলহাজ্ব মোঃ নুর হোসেন, নুরুল কায়সার বেলাল। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি
এড.সুনীল সরকার, এড. নিতাই গুহ, এড.চন্দন তালুকদার। নবাগত করকর আইনজীবীদের মধ্যে শুভেচ্ছা শুভেচ্ছা বক্তব্য রাখেন কাউন্সিলর এড.নাজমুল হক ডিউক, সঞ্জীব কুমার দাশ এফসিএ, মোঃ আজম খান, এড.আবুল কাশেম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত কর আইনজীবী প্যানেল থেকে ২০২০ সালের নির্বাচনে সভাপতি প্রার্থী কর আইনজীবী মোঃ এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ আনিসুর রহমান। প্যানেল প্রার্থী পরিচিতি তুলে ধরেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.জয়শান্ত বিকাশ বড়ুয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ থেকে ২০২০ সালের নির্বাচনে সহ সভাপতি প্রার্থী মনজুর কাদের চৌধুরী, যুগ্ন সম্পাদক প্রার্থী এড.শেখ ইফতেখার উদ্দীন রাসেল, কোষাধ্যক্ষ প্রার্থী মোঃ বাহার উদ্দীন। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শেখর দত্ত, লাইব্রেরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এড.আনিস ইফতেখার, সমাজকল্যাণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, কার্যকরী মোঃ এহসান, মোঃ আকবর হোসেন মিলাদ, মোঃ জাবেদ চৌধুরী, আমিরুল ইসলাম রনি, আজমল হক মামুন, মোঃ মাহমুদুর রহমান, এড.সঞ্জীবন চন্দ্র সরকার, মোঃ সাজ্জাদ উল আলম, টিটু কুমার দে প্রমুখ। সভায় বক্তারা বলেন কর আইনজীবী দেশের রাজস্ব খাত তথা দেশের উন্নয়নে ভুমিকা রেখে যাচ্ছে। আজকের দিনে যারা নবীন কর আইনজীবী তারা আগামীদিনে পেশাগত উন্নয়ন তথা
দেশের উন্নয়নে ভুমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা বলেন আগামী ২০২০ সালের নির্বাচনে স্বাধীনতা স্বপক্ষের প্যানেল সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চট্টগ্রামের (কর আইনজীবী) ইউনিট মনোনিত প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করে সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ডকে আরো গতিশীল সর্বোপরি কর আইনজীবীদের পেশাগত ও প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার আহবান জানান। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান