
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, আ’লীগ সরকারের আমলে ছাতক-দোয়ারায় ব্যাপক উনśয়ন সাধিত হয়েছে। স্বাধিনতার পর এ ধরণের উনśয়ন আ’লীগ সরকার ছাড়া কোন সরকারই করেনি। এ সরকার উনśয়নের সরকার। কথায় ও কাজে বিশ্বাসী শেখ হাসিনার সরকার ছাতকে শতভাগ বিদ্যুতায়ন করেছে। দু’উপজেলার অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের আওতায় এনেছে এবং শিক্ষাক্ষেত্রেও ব্যাপক উনśয়ন হয়েছে এ সরকারের আমলে। তিনি বলেন, সরকারের মেয়াদের মধ্যেই সুরমা নদীর উপর সেতুসহ দু’উপজেলার ব্রিজ-কালভার্ড ও রাস্তাঘাটের শতভাগ কাজ হবে। উনśয়নের ধারা অব্যাহত রাখতে, দেশকে এগিয়ে নিতে এবং বঙ্গবন্ধুর স্বপেśর সোনার বাংলা গড়তে দলীয় নেতা-কর্মীকে
ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিল তারা আজ আ’লীগের ছায়াতলে এসে আশ্রয় নিয়ে নানা অপকর্মের মাধ্যমে আঙ্গুল ফুলে কলাগাছে রুপান্তরিত হয়েছে। শেখ হাসিনা সরকার এদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত রেখেছে। কাজেই আ’লীগের নামধরে কোন অপকর্ম করলেই রেহায় পাওয়া যাবে না।
শনিবার বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর শুকুরুনেśছা চৌধুরি স্মৃতি উচ্চ বিদ্যালয়ে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুকুরুনেśছা চৌধুরি স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বজলুল হক
চৌধুরির সভাপতিত্বে ও শিক্ষানুরাগী সদস্য এডভোকেট আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আ’লীগের যুগĄ আহবায়ক ˆসয়দ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুনিল চন্দ্র রায়, উপজেলা আ’লীগ নেতা আফজাল হোসেন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আ’লীগের সভাপতি মখলিছুর রহমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন ও
সুন্দর আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম আরজ আলী, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা টিএম রায়হান, জেলা ছাত্রলীগ নেতা রুয়েল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ্র ও এনামুল হক, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক হেলাল মাহমুদ, উপজেলা যুবলীগের সদস্য সুজন আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা ও ইউপি সদস্য সুরেতাজ মিয়া, আবুল কালাম, সুমেল, ছাত্রলীগ নেতা নিয়ামত আলী, ইউপি সদস্য রাজন তালুকদার, আনোয়ার আলী, সুন্দর আলী বুলবুল, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক আবদুর রশিদ, ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক রজব
আলী, ইউনিয়ন আ’লীগ নেতা আনছার আলী, জয়নাল আবেদীন, পরেশ চন্দ, মাসুক মিয়া, পারভেজ সরকুম, আবদুল কাহার, তরিক আলী, মনছব আলী, মকবুল হোসেন, রুমন আলী, কুটি মিয়া, বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম রবনী, রফিকুল ইসলাম, মোজাহারুল ইসলাম, মাওলানা একেএম ফরিদ উদ্দিন, আবদুল আজিজ, আবদুল কাদির, মখলিছুর রহমান, নুরুনেśহার বেগম, ইউপি সদস্য শুভারানী দাশ, সাবেক মেম্বার নজরুল হক, শুকুর আলী, চেরাগ আলী ময়না প্রমূখ। শুরুতে পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন, বিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা বেগম।