
‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ মেধাবৃত্তি পরীক্ষা (৫ম শ্রেণি)-২০১৯ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উক্ত বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, সন্দ্বীপ অ লে শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ হয়ে সন্দ্বীপব্যাপী ২০০৩ সাল থেকে নিয়মিত ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ পত্রিকা পরিচালিত সকল সৃজনশীল কাজে আমরা বরাবরের মত সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা চাই। প্রসঙ্গত, ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ পত্রিকার উদ্যোগে ২০১৪ সাল থেকে নিয়মিত ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ চিত্রাকংন প্রতিযোগিতা (৪র্থ শ্রেণি), ২০১৫ সাল থেকে নিয়মিত ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেণি) এবং ২০১৮ সাল থেকে নিয়মিত ‘সাপ্তাহিক
আলোকিত সন্দ্বীপ‘ ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা প্রদান (মাধ্যমিক স্তর) অনুষ্ঠিত হয়ে আসছে। ফলাফল প্রকাশ উপলক্ষে সন্দ্বীপ উপজেলার প্রাণকেন্দ্র এনাম নাহার হাই স্কুল মোড় সংলগ্ন মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস রুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেবেন নূর সুলতান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র নন্দী। উক্ত বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাসেম শিল্পী।আলোচনায় অংশ নেন-আবুল কাসেম হায়দার মহিলা কলেজের অর্থনীতি বিষয়ক অধ্যাপক অমিত রায়, মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু
রাণী রায় চৌধুরী, ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ মেধাবৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সচিব প্রধান শিক্ষক মো: সায়েদ উল্লাহ, ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ চিত্রাকংন ও হাতের লেখা প্রতিযোগিতা ব্যবস্থাপনা কমিটির সচিব মাস্টার মোশররফ হোসাইন নূর, ধোপার হাট দিগন্ত মেডিক্যাল হলের স্বত্ত্বাধিকারী মুহাম্মদ আব্দুল মন্নান, ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ পত্রিকার সহ-সম্পাদক ইলিয়াছ সুমন, ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ পত্রিকার স্টাফ প্রতিনিধি গোফরান উদ্দিন রানা, মাহমুদুল হাসান, নজরুল নাইম, শরীফ উদ্দিন, নাইম সোহাগ, আব্দুর রহমান ইমন প্রমুখ।
‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ মেধাবৃত্তি-২০১৯ অর্জনকারী কৃতি শিশু মেধাবীদের রোল নম্বর সমূহ- ৩১৬, ২০৩, ২০৭, ২২৮, ৩২৪, ৩২৬, ২৯৮, ৩০০, ৩৭৩, ২৮৮, ২১১, ২৯৯, ২০২, ২০৫, ৩৪২, ২৯৫, ২২০, ২৫৬, ৩৭১, ২০৯, ২১৭, ২৬০, ২৭৯, ২৩০, ২৩৭, ২৬৪, ৩০৭, ৩২৮, ২০৬, ২৭৮, ২৮০, ২৯৩, ৩১৮, ৩৩৪, ২৩৮, ৩০৫, ৩৩৮ এবং ৩৫২। প্রসঙ্গত, ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ পত্রিকার উদ্যোগে ২০০৩ সাল থেকে নিয়মিত সন্দ্বীপব্যাপী উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।