চট্টগ্রামের ঐতিহ্যবাহী এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার সালানা জলসা গত ৮ ডিসেম্বর ষোলশহরস্থ জামেয়া ময়দানে অনুষ্ঠিত হয়। আওলাদে রসূল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মু.জি.আ.)র সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল জলসায় প্রধান অতিথি ছিলেন সাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মু.জি.আ.), প্রধান বক্তা ছিলেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ্ (মু.জি.আ.)। দেশের প্রত্যন্ত অ ল থেকে লাখো ধর্মপ্রাণ মুসলিম এতে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ বলেন ইসলামের শাশ^ত আদর্শ প্রতিফলনে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ শিক্ষার উৎকর্ষ সাধনে জামেয়া প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে। জামেয়ার যোগ্য শিক্ষার্থীরা এ দেশের সরকারী
বেসরকারী বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়ে যথাযথ দায়িত্ব পালনের পাশাপাশি নৈতিকতা বিকাশে ভূমিকা পালন করছে। প্রধান আলোচক আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ্ বলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আক্বীদাহ্ বিস্তারে জামেয়া অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট-এর ব্যবস্থাপনায় ও গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় এ দেশের বিভিন্ন অ লে সুন্নী আক্বীদায় প্রতিষ্ঠিত মাদরাসাগুলো ইসলামী শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রাখছে। প্রতিষ্ঠানগুলোর যুগোপযোগী উন্নয়নে স্ব-স্ব অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মুহাম্মদ মিজানুর রহমান, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব
মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক, এসিসট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব গিয়াস উদ্দীন সাকের। প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী আলহাজ¦ অধ্যাপক কাজী সামশুর রহমান, গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর চেয়ারম্যান আলহাজ¦ পেয়ার মুহাম্মদ কমিশনার, ওরস শরীফ উদ্যাপন উপ-কমিটির সচিব আলহাজ¦ মুহাম্মদ সাদেক হোসেন পাপ্প প্রমুখ। জলসায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ¦ প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলাম। বার্ষিক প্রতিবেদন পেশ করেন অধ্যক্ষ মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান। তাকরীর করেন মুফতী কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ। সিলসিলার কার্যক্রম
পরিচালনা করেন শাইখুল হাদীস শেরে মিল্লাত আল্লামা মুফতী মুহাম্মদ ওবাইদুল হক নঈমী। জলসায় ইবতেদায়ী ১ম থেকে আলিম ২য় বর্ষের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার এবং হিফয বিভাগ (২০১৮-২০১৯), কামিল হাদীস, ফিক্হ, তাফসীর (২০১৭-২০১৮) ও কামিল মাস্টার্স (২০১৫ সালে) উত্তীর্ণ প্রায় ৮শ শিক্ষার্থীকে দস্তারে ফযীলত প্রদান করা হয়। বক্তারা আরো বলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ধর্মীয় শিক্ষার বিস্তারে বিশাল ভূমিকা রাখছে। ১৯৫৪ সনে প্রতিষ্ঠিত জামেয়া শান্তির ধর্ম ইসলামকে ভ্রান্তমতবাদ থেকে রক্ষাকারীর ভূমিকা পালন করছে।
এ মাদরাসার ছাত্ররা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং দ্বীন রক্ষার আন্দোলনে এক একজন যোগ্য কান্ডারীর দায়িত্ব পালন করে যাচ্ছে। স লনা করেন উপাধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ লিয়াকত আলী ও আরবী প্রভাষক মাওলানা হাফেয মুহাম্মদ আনিসুজ্জামান। মিলাদ-ক্বিয়ামের পর বিশ^ মুসলিমসহ এদেশের মুসলিম মিল্লাতের শান্তি, সংহতি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন জলসার সভাপতি মুর্শিদে বরহক আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ মাদ্দাযিল্লুহুল আলী ।