“উষ্ণতা আসবে শীতার্ত হাসবে” এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মধনের চর, পূর্ব করাতীপাড়া, দিয়ারার চর, মুন্সীপাড়া, পূর্ব ধুবালিয়া ও টাঙ্গালিয়া পাড়াসহ আরো কয়েকটি গ্রামের অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। একই সাথে চর রাজিবপুরের তিনটি হেফজখানা যথাক্রমে – সবুজবাগ হাফিজিয়া মাদ্রাসা, টাঙ্গালিয়া পাড়া হাফেজিয়া মাদ্রাসা ও পাটাধোয়া পাড়া হাফেজিয়া মাদ্রাসার হাফেজদের মাঝেও প্রয়োজনীয় কম্বল বিতরণ করে উৎসাহ সামাজিক সংগঠন।এতে উপস্থিত ছিলেন চর রাজিবপুরের রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেহেদি হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব শফিউল সফি, রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের
চেয়ারম্যান আকন্দ মোঃ আল আমিন, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মোঃ মুরাদুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন টিম উৎসাহ-এর এডমিন যথাক্রমে মোহাম্মদ ইসরাফিল, জিসান আহমেদ স্বাধীন, ফয়সাল চৌধুরী, মোঃ নিহাল সাদ্দাম, দিনাজপুর টিমের লিডার মিজানুর রহমান মিজু ও সাকিব মিফতাহ্, স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক যথাক্রমে হিরু, রতন, কিরণ, বেলাল, সুজন, বাবলু, শামিম, আশরাফুল, রেজা প্রমুখ। এছাড়া সংগঠনটি আগামীকাল ২য় পর্বে পঞ্চগড় উপজেলার জগদল এলাকায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও শীতের প্রসাধনী বিতরণ করবে।