বাংলাদেশ রেলওয়ে পূর্বা লের ডিআরএম মোঃ ছাদেকুর রহমানের বদলীজনিত যোগদান উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক কর্মচারী ঐক্য পরিষদ’র সভাপতি শহিদ হোসেন খোকন নেতৃত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ডিআরএম মোঃ ছাদেকুর রহমান বলেন রেল দূর্ঘটনার প্রতিরোধে রেলওয়ে ট্রাপিক কর্মচারীর দায়িত্ব গুরুত্বের সাথে পালন করা উচিত। পাশাপাশি স্টেশন মাস্টার কর্মকর্তা কর্মচারীসহ রেল ক্রসিং’’র কর্তব্যরত গেইট কিপারদেরও যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করলে রেল দূর্ঘটনা প্রতিরোধ হবে। এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, স্টেশন মাস্টার ও কর্মচারী
ইউনিয়ন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিঃ সহ সভাপতি দিদার হোসেন, সহ সভাপতি জাফর উল্ল্যাহ মজুমদার, ডিটি এনএল দিবাকর বড়ুয়া, টিএনএল কালাম, শাহাদাত হোসেন এসএম নাজিরহাট, এসএম চট্টগ্রাম শফিকুল ইসলাম, এস এম পাহাড়তলী জাফর, এস এম দোহাজারী ইকবাল হোসেন, এস এম রাজ কুমার, পি এস এম মোঃ মাঈন উদ্দিন মামুন, এসএম-৪ ম্যাকডোনাল্ড সিং, এসএম-৪ মোঃ মোতাহের হোসেন, এসএম-৪ মোঃ লোকমান হোসেন, এসএম-৪ নেজাম উদ্দিন, এস এম-৪ আমির হোসেন, আজাদ ও অন্যান্য গেইট কিপারবৃন্দ।